October 27, 2024

২১ শে জুলাই সেদিনের " নো আইডেন্টিটি নো ভোট " উত্তাল আন্দোলনের শহীদ স্মরণে শুধু শহীদ তর্পণই হোক

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

জয়ন্ত বোস, বর্তমানের কথা২১ বলে কথা। এই তারিখ টি বিশ্ব তথা ভারত ও বাঙ্গালীর কাছে স্বরনীয় হয়ে থাকবে যুগ যুগ ধরে। এক ২১শে অর্থাত্ ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের ভাষা দিবস , আর এক ২১ অর্থাৎ ২১ শে জুলাই ভোটাধিকারে আইডেন্টিটির দাবীতে  আন্দোলনকারীদের উপর পুলিশের গুলিতে আন্দোলনকারীদের নিহতর জন্য শহীদ দিবস। উভয় ২১ শেই আন্দোলনে শহীদ হয়েছিলেন অগনিত আন্দোলনকারী।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 ১৯৫২ সালে ২১ শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলা ভাষার দাবীতে সেইদিন ছাত্র জনতার যৌথ আন্দোলনের উপর পুলিশের গুলিতে নিহত শহীদদের উদ্দেশ্যে আজও সেই গান ” আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো ২১ শেষ ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি ” যা আজও শুনলে গা শিউরে উঠে। ঠিক তেমনি ১৯৯৩ সালে ২১ শে জুলাই কলকাতার রাজপথে এক সাধারণ রাজনৈতিক চরিত্রের অগ্নিকন্যা জনদরদী কংগ্রেস যুব নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রচুর কংগ্রেসের কর্মীরা মানুষের স্বার্থে পথে নেমে আন্দোলন করছিলেন ও মহাকরন অভিযানের যাত্রাপথে পুলিশের গুলিতে লুটিয়ে পরেছিলেন ১৩ জন তরতাজা যুবক এবং তাদের রক্তে সেইদিনের বাংলার লাল সাম্রাজ্যর রাস্তা আরো লাল হয়ে ওঠে। তাই আজও বেজে ওঠে ” আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে জুলাই , আমি যেন ভুলিতে না পাই ” । এই আবেগ তাড়িত গানের কলিতে উদ্বুদ্ধ হয়েই প্রতি বছর ২১ শে জুলাই কলকাতার রাজপথে আছড়ে পরে মানুষের ঢলের ঢেউ। সকলেই সব রকমের প্রতিকুলতা উপেক্ষা করেই চলে আসেন বাংলার বিভিন্ন প্রান্ত থেকে কলকাতার রাজপথে ২১ শে জুলাই, সেদিনের মায়ের কোল ফাঁকা করে চলে যাওয়া নিহত যুবকদের স্মৃতির উদ্দেশ্যে শহীদ তর্পণে। আবেগ বশে সকলের সামনে শহীদ স্মৃতি তর্পণের মঞ্চে সেদিনের ২১ শে জুলাইয়ের আন্দোলনের নেত্রী আজকের বাংলার জনদরদী মুখ্যমন্ত্রী উপস্থিত থেকে শহীদ দিবস পালন করেন। শুধু তর্পণই হোক , ভাষণ হোক, স্মৃতি কথার পুনরাবৃত্তি হোক, লাখ লাখ নতুন কর্মীদের ২১ শে জুলাইয়ের ঘটনা জানানো হোক , শহীদ পরিবারের পাশে থাকা হোক , তাদের সমবেদনা জ্ঞাপন করা হোক সাথে স্লোগান উঠুক গানের কলিতে ” আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে জুলাই ……….. ”  কিন্তু সেই আবেগের মঞ্চে আবোল তাবোলে যেন শহীদ তর্পণ ম্লান না হয়ে যায়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *