October 27, 2024

সিভিক ভলান্টিয়ারদের আধুনিকরণ ও প্রশিক্ষণ শুরু হলো দক্ষিণ দিনাজপুর জেলায়

1 min read
কমল কুমার বিশ্বাস( বালুরঘাট)15ই জুলাই:-সিভিক ভলান্টিয়ারদের আধুনিকরণ ও প্রশিক্ষণ শুরু হলো দক্ষিণ দিনাজপুর জেলায় lপুলিশকর্মিদের ধাঁচে এবার সিভিক ভলান্টিয়ারদের প্রশিক্ষণ শুরু হল কুমারগঞ্জে। জানাগেছে, গত 9 জুলাই থেকে এই প্রশিক্ষণ শুরু হয়েছে, চলবে 28 জুলাই পর্যন্ত।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 প্রথম পর্যায়ে সকালে কুমারগঞ্জ থানা ময়দানে শারীরিক প্রশিক্ষণ এবং দ্বিতীয় পর্যায়ে থানার মিটিং হলে আইনি বিষয়ক সহ সিভিক ভলান্টিয়ারদের দায়িত্ব ও কর্তব্যরত অবস্থায় কি করণীয়, আমজনতার সঙ্গে কথা বলার নিয়ম সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কুমারগঞ্জ থানার এসিস্টেন্ট  সাব ইন্সপেক্টার সঞ্জয় রবিদাস এর  তথ্যাবধানে 189 জন সিভিক ভলান্টিয়ার প্রশিক্ষণ নিচ্ছেন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

কুমারগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক পার্থ ঝাঁ  জানান-কুমারগঞ্জ  থানার অধিন প্রায় 578 সিভিক ভলান্টিয়ার কর্মরত। এদের মধ্যে মহিলা 88 জন l  এখন প্রথম পর্যায়ে 189 জনকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পরবর্তী পর্যায়ে বাকিদের প্রশিক্ষণ দেওয়া হবে।মূলত ট্রাফিক আইন সম্পর্কে সম্যক জ্ঞান দান,পুলিশের নিচু স্তর থেকে আই.জি , ডি.আই.জি স্তর পর্যন্ত পুলিশ আধিকারিকদের কি ভাবে চেনা যাবে ,পাবলিক রিলেশান,কোনো অপ্রীতিকর পরিস্থিতি হলে করণীয় কি এসব কেই গুরুত্ব দেয়া হয়েছে এই প্রশিক্ষণে l মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সম্প্রতি সিভিক ভলান্টিয়ারদের মাসিক বেতন আট হাজার টাকা করা হয়েছে। সঙ্গে সিভিক ভলান্টিয়ারদের আরও ভালভাবে কাজে লাগাতে এদের প্রশিক্ষণের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। ফলে সিভিক ভলান্টিয়ারদের কিভাবে ও কি কি বিষয়ে এই প্রশিক্ষণ হবে তাঁর দিশা স্থির করে দিয়েছে রাজ্য পুলিশ দপ্তর।সকাল 7টা থেকে 8টা পি.টি,এরপর কুমারগঞ্জ থানার মিটিং হলে বিভিন্ন ক্লাস (10-11:30),(12-1:30),(3-5)ও সব শেষে 5:30  টায় এটেন্ডেন্স l


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *