ব্রেন টিউমারে আক্রান্ত শুভশ্রীর চিকিৎসার জন্য এগিয়ে এলো কালিয়াগঞ্জ পৌর সভা
1 min readব্রেন টিউমারে আক্রান্ত শুভশ্রীর চিকিৎসার জন্য এগিয়ে এলো কালিয়াগঞ্জ পৌর সভা
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৮ জানুয়ারী:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের শান্তি কলোনীর ছোট্ট শিশুর ব্রেন টিউমারের চিকিৎসার আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিল কালিয়াগঞ্জ পৌর সভার চেয়ারম্যান রাম নিবাস সাহা সহ সমস্ত তৃণমূলের কমিশনারগন।
ব্রেন টিউমারে আক্রান্ত শুভশ্রীর বাবা মার আকুল আবেদনে সারা দিয়ে কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহার নেতৃত্বে তৃণমূলের কমিশনারগন কালিয়াগঞ্জ পৌর সভার ৫ নম্বর ওয়ার্ডের শুভশ্রীর বাড়িতে গেলে বুধবার গেলে তারা তার মেয়ের বাঁচার ক্ষেত্রে আশার আলো দেখতে পায়।তারা শুভশ্রীর মা বাবাকে আশ্বাস দেন তার মেয়ের চিকিৎসার ব্যাপারে আর্থিক সাহায্য তারা করবেন।এই প্রতিনিধি দলে ছিলেন ভাইস চেয়ারম্যান ঈশ্বর রজক,মনোজ সরকার,রথীন্দ্র নাথ গুহ,শম্পা কুন্ডু। জানা যায় শুভশ্রীর পিতা পেশায় সাধারন দোকানদার অভাব অনটনের মধ্য দিয়ে কোন রকমে সংসার চলে।মেয়েকে দিল্লীর এইমস হাসপাতালে নিয়ে যাবার মত তাদের সেই আর্থিক সামর্থ নেই।শুভশ্রীর ব্রেনের চিকিৎসা করার জন্য সবার সহযোগিতায় এবার হয়তো তাকে দিল্লীর এইমস হাসপাতালে নিয়ে যাবার চেষ্টা করা হচ্ছে বলে জানা যায়। জানা যায় ভারত সেবাশ্রম সংঘের কুনোরে অধ্যক্ষ স্বামী জ্যোতির্ময়নন্দা মহারাজ শুভশ্রীর বাড়িতে গিয়ে আশ্বাস দিয়ে বলেছেন শুভশ্রীর চিকিৎসার আর্থিক সাহায্য আমরাও সাধ্যমত দেব।