October 27, 2024

"টেলি অভিনেত্রী পিয়ালির সাথে বিকেলের আড্ডায় "

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শুটিং গ্রুমিং- —ব্যস্ত শিডিউল ।হাতে টানা কাজ তারই মাঝে সময়ের ফাঁকে ফুরফুরে মেজাজে জনপ্রিয় টেলি অভিনেত্রী পিয়ালি দাসের  একান্ত সাক্ষাৎকারে বর্তমানের কথার বিশেষ প্রতিনিধির 


সদ্য বসন্ত উৎসব পার হলোকেমন কাটলো?
ভালোখুব ভালো।আসলে I’m basically from Durgapur so ওখানে ফ্যামিলি আর এখানে ফ্রেন্ডসদের সাথে জমিয়ে সেলিব্রেট করেছি।
মডেল থেকে টেলি অভিনেত্রী– সফর কতটা মসৃণ?
— 
কঠিন,  একদমই উল্টো অমসৃণ।( হালকা হেসে)



যেমন ?
— 
এই ধরুন,  সবাই মনে করতো ও আচ্ছা মডেলএ তো শুধুই সেজেগুজে ড্রেস আপ করে ক্যামেরার সামনে দাঁড়াতে পারবে।এমনকি আমাকে তো অডিশনে জিজ্ঞেসও করা হয়েছিল তুমি তো মডেল ছোটো ছোটো ড্রেস পরে শুধু শুট করো আমাদের সিরিয়ালে শাড়ি পরে অভিনয় ও করতে হবে,  পারবে?



অভিনয়কে কবে থেকে ভালোবাসলে 


—- ছোটো থেকেই কারন ছোটাতে বাবা,  পিসি দের দেখতাম  থিয়েটারের রিহার্সাল করতে।ওনাদের স্ক্রিপ্ট গুলি নাড়াচাড়া করতামমুখস্ত করতাম সেখান থেকেই ভালোবাসা জন্মায় । 
স্টার জলসার  প্রেমের কাহিনীর “মোহর” থেকে জয় কালি কলকাতাবালির “শালিনী” —অভিজ্ঞতা কেমন?
—-
ইন্টারেস্টিং! দুটি ভিন্ন চরিত্র । মোহর খুব ফ্যামিলি ওড়িয়েনটেড চরিত্র ছিল,  বউদিকে খুব ভালোবাসতো সাপোর্ট করতো,  সাংসারিক ষড়যন্ত্র থেকে বাঁচাতো আর
       
শালিনীও পরিবার প্রিয় কিন্তু দিদির মৃত্যুর সত্যতা যাচাইয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে জানে।


নেগেটিভ চরিত্রের সুযোগ এলে করবেন?


— 
একদম (হেসে)। আমার মনে হয় নেগেটিভ চরিত্রে আমার অ্যাকটিং স্কিলটা আরো ভালো দর্শককে দেখাতে পারবো।
বড় পর্দায় কাজ করার ইচ্ছে 
—-
খুব ইচ্ছে,  ভালো সুযোগ পেলে অবশ্যই করবো।
* ‘রিল লাইফে‘ মেগা বউ রিয়েল লাইফে‘ লক্ষীমন্ত বউ কবে হচ্ছেন? 
—- 
এখন আপাতত ক্যারিয়ারে ফোকাসড,  সময় হলে ঠিক জানাবো।
জীবনে কোনো বিশেষ পছন্দের মানুষ?—- আমার বাবা।‘ my inspiration, my hero’.বাস্তব জীবনেও কি মোহর না দুষ্টু মিস্টি চঞ্চল? 
প্রচন্ড চঞ্চল তা বলে নিজেকে সময়  দেই না তা নয় । দেই সময় ।(একটু ভেবে)  আমি অনেকটা “জব উই মেট ” র  করিনার মত— ” main apni favourite hu”*  অভিনয় ছাড়া অন্য কিছু ?
—– 
সম্প্রতি একটা ইভেন্ট ম্যানেজমেনট কম্পানি ওপেন করেছি ফ্যাশন শোগ্রুমিং হয় সেখানে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

চটজলদি:-
* পছন্দের অভিনেতা: সৌমিত্র চট্টপাধায 
* মাধুরী না দীপিকা: মাধুরী 
* ভারতীয়/ কন্টিনেন্টাল:  ভারতীয় 
* ফুটবল/ ক্রিকেট:  (হেসে) একটাও নয় ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *