মহিলাদের ই রিক্সা চালানোর প্রশিক্ষণ! সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টেতাঁরাই কাজ করবেন
1 min readমহিলাদের ই রিক্সা চালানোর প্রশিক্ষণ! সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টেতাঁরাই কাজ করবেন
মহিলাদের ই রিক্সা চালানোর প্রশিক্ষণ! তাঁরাই কাজ করবেন স্বচ্ছ ভারত প্রকল্পের মাধ্যমে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে। ই রিক্সা চালানোর প্রশিক্ষণ নিয়ে গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বাড়িতে বাড়িতে পচনশীল ও অপচনশীল আবর্জনা সংগ্রহ করবে।পরিবেশ রক্ষার পাশাপাশি আয়ের সুবর্ণ সুযোগ। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের উদ্যোগে ই-রিক্সা করে করে এবার বাড়িতে বাড়িতে কঠিন ও তরল বর্জ সংগ্রহ করবে গ্রামের স্বনির্ভর গোষ্ঠির মহিলারাই।
আর সেই ই রিক্সা চালানোর এবার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে মহিলাদের।স্বচ্ছ ভারত প্রকল্পের মাধ্যমে বাড়িতে বাড়িতে কঠিন ও তরল বর্জ সংগ্রহের জন্য এবার তিনটি করে কন্টেনার যুক্ত ই রিক্সা পাচ্ছে গ্রামের স্বনির্ভর দল। ই রিক্সা চালানোর প্রশিক্ষণ নিয়ে গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বাড়িতে বাড়িতে পচনশীল ও অপচনশীল আবর্জনা সংগ্রহ করবে। কালিয়াগঞ্জ এর বিডিও প্রশান্ত রায় জানান, জেলার ১০ জন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাকে প্রথমে এই ই রিক্সা চালানো প্রশিক্ষণ দেওয়া হবে।মোট ২১ টি ই রিক্সা প্রদান করা হবে মহিলাদের। যে ই রিক্সা করে তারা সকাল হতে গ্রামের প্রতিটি বাড়ি বাড়ি পৌঁছে যাবেন। কালিয়াগঞ্জ এর বিডিও আরো জানান, এ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের মাধ্যমে যে সমস্ত মহিলারা ই-রিক্সা চালাবেন তাদেরকে সুপারি গাছও প্রদান করা হচ্ছে। যাতে তারা এই সুপারি গাছ বিক্রি করে পরবর্তীতে আরও ভাল আয়ের সন্ধান পেতে পারেন।