উত্তরবঙ্গ ভিত্তিক কালিয়া গঞ্জ প্রতিবাদ ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষের দীপাবলি উৎসবের সঙ্গীত প্রতিযোগিতায়”ক” বিভাগে চ্যাম্পিয়ন দেবায়ুষ
1 min readউত্তরবঙ্গ ভিত্তিক কালিয়া গঞ্জ প্রতিবাদ ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষের দীপাবলি উৎসবের সঙ্গীত প্রতিযোগিতায়”ক” বিভাগে চ্যাম্পিয়ন দেবায়ুষ
উত্তরবঙ্গ ভিত্তিক উত্তর দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী কালিয়াগঞ্জ প্রতিবাদ ক্লাবের সুবর্ন জয়ন্তী বর্ষের দিপালী উৎসবের সঙ্গীত প্রতিযোগিতায় নয় বছরের চতুর্থ শ্রেণীর ছাত্র দেবায়ুষ সাহা “ক” বিভাগে অসাধারন সঙ্গীত পরিবেশনের জন্য গ্রুপের চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।এক সাক্ষাৎকারে দেবায়ুসের মা মোনালিসা সাহা বলেন তার ছেলের কৃতিত্বে তারা গর্বিত।তিনি বলেন দেবায়ুস শ্যামা সঙ্গীত এবং নজরুল গীতি তে প্রথম স্থান দখল করে বিচারক তথা উপস্থিত সঙ্গীত পিপাসুদের মুগ্ধ করে।
তিনি বলেন এই কৃতিত্ব দেবা যুশের সঙ্গীতের গুরু তথা সারদা সঙ্গীত বিদ্যাপীঠের অধ্যক্ষ পার্থ প্রতিম চক্রবর্তীর।তিনি যে ভাবে তার ছেলেকে পুত্র স্নেহে যত্ন নিয়ে সঙ্গীত শিক্ষা দিয়ে থাকে তার ফলেই সঙ্গীত শিক্ষার ভীতটা শক্ত হচ্ছে বলেই মনে করি। এ ব্যাপারে দেবায়ুসের সঙ্গীত গুরু পার্থ চক্রবর্তীকে প্রশ্ন করলে তিনি বলেন ও আমার বিদ্যালয়ে বেশ কয়েক বছর ধরেই সঙ্গীতের তালিম নেয়। শেখার ইচ্ছা ও বড় হয়ে কিছু একটা করবার ইচ্ছা ওর আছে আমার বিশ্বাস।আমি ওর কাছ থেকে সঙ্গীতের ক্ষেত্রে অনেক বড় সাফল্য সব সময় আশা করবো।আমার আশীর্বাদ ওর জন্য সর্বদা থাকবে।পার্থবাবু বলেন শুধু ভালো সঙ্গীত পরিবেশন করলেই হবেনা ভালো সঙ্গীতের সাথে উপযুক্ত সঙ্গত প্রয়োজন। আর সেটা উত্তর দিনাজপুরের বিশিষ্ট তবলা বাদক অজয় চক্রবর্তী সুমিষ্ট হাতের তবলা বাদনে যেন সঙ্গীত আর তবলা মাখামাখি হয়ে অন্য রূপ দিতে পারে এখানেই তবলা বাদক অজয় চক্রবর্তীর কৃতিত্ব।সঙ্গীতের সেই রূপ সবাই দিতে পারেনা।যা পারে অজয় চক্রবর্তী।
It’s amazing to pay a visit this web page and reading the views of all friends
regarding this piece of writing, while I am also eager of getting know-how.