সুবর্ন জয়ন্তী বর্ষে প্রতিবাদের উত্তরবঙ্গ ভিত্তিক দিপালী প্রতিযোগিতায় নজরুল সঙ্গীত পরিবেশনের করছে শাবর্নি রায়
1 min readসুবর্ন জয়ন্তী বর্ষে প্রতিবাদের উত্তরবঙ্গ ভিত্তিক দিপালী প্রতিযোগিতায় নজরুল সঙ্গীত পরিবেশনের করছে শাবর্নি রায়
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৩ ডিসেম্বর: সুবর্ন জয়ন্তী বর্ষে কালিয়াগঞ্জ প্রতিবাদ ক্লাবের উদ্যোগে উত্তরবঙ্গ ভিত্তিক দিপালী উৎসবের দ্বিতীয় দিনের “গ”বিভাগের নজরুল গীতি প্রতিযোগিতায় সঙ্গীত পরিবেশন করছে শাবর্নি রায়।সঙ্গতে ছিলেন বিশিষ্ট তবলা বাদক বাবলু দাস। গ বিভাগের নজরুল গীতির প্রতিযোগিতায় যে সমস্ত প্রতিযোগীরা অংশ গ্রহন করেছে এরা সঙ্গীতকে ধরে রাখতে পারলে ভবিষ্যত এদের উজ্বল যে হবেই এ ব্যাপারে কোন সন্দেহ নেই।
প্রতিবাদ ক্লাবের সুবর্ন জয়ন্তী বর্ষের এবারের আয়োজন অসাধারন বলেই সবাই মনে করছে।এবারের প্রতিবাদ ক্লাবের স্টেজ অত্যন্ত দর্শনীয় যা সবাইকে আকৃষ্ট করবে বলেই সবার বিশ্বাস। তবে সব কিছু ভালো হলেও একটা সমস্যা থেকেই যাচ্ছে।প্রতিযোগিতার আসরে আরো বেশি শ্রোতাদের উপস্থিতি অত্যন্ত জরুরী।কালিয়া গঞ্জের সংস্কৃতি প্রেমী মানুষদের কাছে আবেদন কালিয়াগঞ্জের প্রতিবাদ ক্লাবের এই দিপালী উৎসবকে উৎসাহ দেবার জন্য আমাদের সবার এগিয়ে আসা উচিৎ বলেই মনে হয়।