January 10, 2025

দীর্ঘ প্রতীক্ষার অবসান রাধিকাপুরের বগদুয়ারে কংক্রিটের সেতু নির্মাণের সূচনা করলেন জেলা পরিষদ সদস্য নিতাই বৈশ্য

1 min read

দীর্ঘ প্রতীক্ষার অবসান রাধিকাপুরের বগদুয়ারে কংক্রিটের সেতু নির্মাণের সূচনা করলেন জেলা পরিষদ সদস্য নিতাই বৈশ্য

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৪ডিসেম্বর:অবশেষে গ্রাম বাসীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান,কালিয়াগঞ্জ ব্লকের ৩নম্বর রাধিকাপুর অঞ্চলের বগদুয়ার গ্রামে উত্তর দিনাজপুর জেলা পরিষদের পূর্ত কর্মধক্ষ নিতাই বৈশ্য বুধবার বিকেলে বগ দুয়ার গ্রামের রাস্তায় গ্রামের বিশিষ্ট ব্যক্তিদের সাথে নিয়ে একটি কংক্রিটের সেতুর সূচনা করেন বলে জানা যায়।

দীর্ঘদিন বাদে ভাঙ্গা সেতুকে সরিয়ে এই নূতন সেতু নিমর্ণানের উদ্যোগ নেওয়ায় উত্তর দিনাজপুর জেলা পরিষদের পূর্ত দপ্তরের সদস্য নিতাই বৈশ্যকে বগদুয়ারের বাসিন্দারা অভিন্দন জানান।তারা বলেন ভাঙ্গা সেতুর উপর দিয়ে যাতায়াত করা সমস্যা হয়ে দাড়িয়েছিল।নূতন সেতু নির্মাণ হয়ে গেলে তাদের আর কোন সমস্যা থাকবেনা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপর জেলা পরিষদ সদস্য রামদেব সাহানী সহ বেশ কিছু গ্রামবাসী।উত্তর দিনাজপুর জেলা পরিষদের সংস্কার তহবিলের মাধ্যমে ৮.১৯ লক্ষ টাকা ব্যয়ে এই সেতু নির্মাণ হবে বলে জানা যায়।এই সেতুটি নির্মাণ হলে কালিয়াগঞ্জ ও ধনকোল গ্রামের মানুষদের যাতায়াতের খুবই সুবিধা হবে বলে নিতাই বৈশ্য জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *