October 24, 2024

কালিয়াগঞ্জে “বাংলা মোদের গর্ব” অনুষ্ঠানে গৌরাঙ্গ পালের নির্দেশনায় “দেবী” নামক মূকাভিনয় দর্শকদের মনে দাগ কাটলো

1 min read

কালিয়াগঞ্জে “বাংলা মোদের গর্ব” অনুষ্ঠানে গৌরাঙ্গ পালের নির্দেশনায় “দেবী” নামক মূকাভিনয় দর্শকদের মনে দাগ কাটলো

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ১১ ডিসেম্বর: এই সময়ে দাঁড়িয়ে আমরা এমন এক প্রণালীর স্বীকার যেখানে একে অপরের বিশ্বাস অর্জন করা খুব কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে। সবাই নিজ নিজ স্বার্থের দাসত্ব করতে ব্যস্ত। তারই প্রতিফলন ঘটেছে গৌরাঙ্গ পালের নির্দেশনায় অনুষ্ঠিত হওয়া দেবী নামক মূকাভিনয়ে।

গল্পে এক পুরুষ যে নিষিদ্ধ পল্লীর দালালী করে দিন যাপন করে সে কীভাবে মেয়েদের ছলে বলে কৌশলে পটিয়ে বিবাহ করে তাকে নতুন স্বপ্ন দেখিয়ে নিজ এরিয়ায় নিয়ে এসে বেঁচে দেয় তার বিবরণ ফুটে উঠেছে। এবং অনেক মেয়ের আত্মবলিদানে কেউ একজন তাদের থেকে উঠে এসে এই প্রতিবাদে সোচ্চার হয়ে সেইসমস্ত পশুসুলভ মানুষদের গোড়া থেকে উপড়ে ফেলার সাহস রাখে।অদম্য সাহস আর দুঃখের বেড়াজাল ভাঙ্গার ক্ষমতা তাকে দেবী বানিয়ে তোলে সবার মাঝে। বানিয়ে তোলে সকলের পূজ্য।নারীশক্তীর এই দর্শন আমাদের শেখায়, প্রকৃতি রুপী মা কে তুমি ভোগের চোখে দেখলে সে ভােগী হয়ে তোমায় সুখ রুপী ভোগের মাধ্যমে যেমন পীড়া দিবে তেমনি দেবীর চোখে দেখলে অন্য দিকে সে যোগীর মতো আনন্দ দিতেও পারদর্শী। অভিনয়ে অঙ্কিতা,প্রিয়া,সনোজ,গৌরাঙ্গ,শ্রেয়া অভীক প্রত্যেকের অভিনয় অসাধারন এক কথায়নেপথ্যে অনিকেতের মিউজিক ও রূপসজ্জা বলা যায় অনুষ্ঠানকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *