December 27, 2024

বাংলা মোদের গর্ব অনুষ্ঠানে গান গেয়ে সুপারহিট হয়ে গেলেন রায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি।

1 min read

বাংলা মোদের গর্ব অনুষ্ঠানে গান গেয়ে সুপারহিট হয়ে গেলেন রায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি।

প্রশাসনের তাঁবড় তাবড় ব্যক্তিদের উপস্থিতিতে আজ বাংলা মোদের গর্ব নামে যে সরকারি মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আজ সূচনা হলো সেখানে ভরা মঞ্চে কিশোর কুমারের গান করে মাতিয়ে দিলেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি। সেই উদ্বোধনী অনুষ্ঠানে সর্বশেষে মাইক হাতে নিয়ে এসডিও সাহেব প্রথমে বললেন বাংলা আমাদের গর্ব তাই কিশোর কুমারের একটি গান আমি এখানে পরিবেশন করছি। নয়ন ও সরসী কেন ভরেছে যে জলে কত কি রয়েছে লিখা কাজলে কাজলে।।

যখন তিনি গান গাচ্ছিলেন তখন মঞ্চে উপস্থিত রায়গঞ্জে রেঞ্জের পুলিশের ডিআইজি প্রসূন বন্দ্যোপাধ্যায় অতিরিক্ত জেলা শাসক হাসিম জেহেরা রিজভী ইসলামপুর পৌরসভার পৌরপিতা কানাইলাল আগরওয়ালা , রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস, কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি রাম নিবাস সাহা সহ উপস্থিত আধিকারিকগণ কে দেখা গেল এক মনে সেই গান শুনতে। পড়ে অতিরিক্ত জেলাশাসক হাসিম জেহেরা রিজভি বলেন রায়গঞ্জের মহকুমা শাসকের প্রচুর ট্যালেন্ট রয়েছে। তার মধ্যে অন্যতম সঙ্গীত পরিবেশন করা।তিনি আজকে ভালো গান গেয়েছেন। আগামী তিনদিন যে অনুষ্ঠান হবে সেখানে মহকুমা শাসকের আরো গান পরিবেশন করার সুযোগ করে দিব আমরা। সভাবত আজকে এই বাংলা মোদের গর্ব অনুষ্ঠানে সুপারহিট রায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *