October 23, 2024

প্রথম দিনেই জমে উঠেছে ফাঁসিদেওয়া ২শো বছরের প্রাচীন ভদ্র কালীর মেলা

1 min read
সুবল গোপ বিধাননগর (ফাঁসিদেওয়া)১৭জুলাই: প্রথম দিনেই জমে উঠেছে ফাঁসিদেওয়া ২শো বছরের প্রাচীন ভদ্র কালীর মেলা ।এই মেলা এবার ২১৮ বছরে পদার্পণ করলো ।পুরনো রীতি মেনে প্রতি বছর আষাঢ় মাসের শেষ মঙ্গলবার নিষ্ঠার সঙ্গে ভদ্র কালী পূজা ও ৩দিন    ধরে মেলা চলে। মেলার মূল আকর্ষণ তিন দেশ এবং তিন রাজ্যের মানুষের মহামিলণ ।যেমন পশ্চিম বঙ্গ,বিহার ও সিকিম থেকে প্রচুর ভক্তের সমাগম হয়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 তিন দেশ যথা ভারত ,নেপাল ও ভুটান ।মেলা কমিটির পক্ষে সেবায়ত (উওরসূরী)৮৮ বছরের বৃদ্ধ কালীমোহন দেবনাথ জানান ১২০৭ বঙ্গাব্দে তার শ্বগীয় ঠাকুরদা শিতারাম দেবনাথ  ফাঁসিদেওয়া মোড়ে ভদ্রকালী পূজা ও মেলার আয়োজন করেন । প্রথম দিকে এই পূজা ও মেলা পারিবারিক থাকলেও পরবর্তীতে মেলাটি সমস্ত গ্রাম বাসিরা মিলে এই মেলার পরিচালনা করেন । বহু দুর দুরানতের ভক্তরা মান্নত করে সোনা ও রুপার অলংকার ও পাঠা পায়রা নিয়ে আসেন ।পূর্বকাল থেকে এখানে পাঠা ও পায়রা বলির রিতী থাকলেও বিগত দুই বছর ধরে  পশু বলী বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান মেলা কমিটির সভাপতি নারায়ণ চন্দ্র বণিক ও কৃষ্ণ দেবনাথ । মেলার মূল আকর্ষণ ভদ্রকালী মন্দির দর্শন । এছারাও মেলায় বহু দূর দূরান্ত থেকে মেলায় দোকান আসেন । মেলা যাত্রী


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দের লেবু সরবত পান করার বেবসথা করেন ভারত সেবাশ্রম সংঘের ফাঁসিদেওয়া শাখা ।মঙ্গলবার থেকে  মেলা  বৃহস্পতিবার পযন্ত চলবে ।মেলায় শান্তি বজায় রাখতে করা নজর রেখেছেন ফাঁসিদেওয়া পুলিশ প্রশাসন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *