October 4, 2024

কালিয়াগঞ্জ লিলাদেবী গোসা লায় মারোয়ারি সম্প্রদায়ের মহিলাদের উদ্যোগে গোপাস্টমি পালন

1 min read

কালিয়াগঞ্জ লিলাদেবী গোসা লায় মারোয়ারি সম্প্রদায়ের মহিলাদের উদ্যোগে গোপাস্টমি পালন_

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২০ নভেম্বর:সোমবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের মারোয়ারি পট্টির লিলাদেবি গোসালায় সোমবার সকাল থেকে গোপাস্টমী পূজায় মারোযারী সম্প্রদায়ের মহিলারা অংশগ্রহণ করেন।প্রতিবছর তারা এই দিনটি অত্যন্ত আচার নিষ্ঠা সহকারে গোসালায় গিয়ে গরুর পূজা করে থাকে।কালিয়াগঞ্জ শহরের মারোয়ারি সম্প্রদায়ের মহিলারা দলে দলে সকালে লিলাদেবী গোসালায় গিয়ে গরুর পায়ে প্রণাম করে, ধুপ প্রদীপ জ্বেলে আরতি করে।

 

কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার বলেন এত সুন্দর একটি অনুষ্ঠানে এসে তিনি ভীষন খুশি।হিরন্ময় সরকার বলেন ১১৭ টি গরু এই গোসা লায় দেখে তিনি অভিভূত ।তিনি বলেন গোসালার উন্নয়নের জন্য কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে যদি কোন রকম সাহায্যের প্রয়োজন হয় আমরা সাহায্য করতে প্রস্তুত বলে তিনি জানান।অনুষ্ঠানে বিশিষ্ট ব্যাক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ কুমার জাজোদিয়া,রাজেন্দ্র কুমার মুন্দ্রা, দীন দয়াল শর্মা,কিশোরী লাল আগরওয়ালা,জগদীশ লাখো টিয়া

 

এবং মোহন মহেস্বরী। কালিয়াগঞ্জ লীলাদেবী গোসালার সভাপতি গোপী চন্ডক বলেন তাদের এই গোসালা ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়।তাদের এই গোসালায় মোট ১১৭ টি গরু থাকে। গো গোসালার গরু গুলি দেখভাল করার জন্য ৬ জন কর্মী রাখা হয়েছে।তারা সবসময়ের জন্য ১১৭ টি গরুর পরিচর্যা করে থাকে।পুজারী দিয়ে গরুকে পূজা করা হয়।পূজা করার সময় বার মারোয়ারি সম্প্রদায়ের মহিলারা সমবেত সঙ্গীত পরিবেশন করে থাকে। সংস্থার হিসাব রক্ষক রঞ্জন জাজোদিয়া বলেন এই দিন গোপূজার সাথে সাথে

 

মারো য়ারী সম্প্রদায়ের মহিলা ও পুরুষ সেখানে সমবেত হয়ে আর্থিক সাহায্যও করে থাকে বলে রঞ্জন জাজোদিয়া জানান।কালিয়াগঞ্জ লীলাদেবি গোসালার সাধারন সম্পাদক বিহারী লাল গদকর বলেন গোপাস্টমি পূজা উপলক্ষে সোমবার সন্ধ্যায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যাবস্থা করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *