November 15, 2024

কালিয়াগঞ্জ_খনারহাট জেলা পরিষদের পাকা রাস্তার কঙ্কাল সার চেহারা বেরিয়ে পরলেও সংস্কারের কোন ব্যাবস্থা নেই,ক্ষুব্ধ এলাকার মানুষ

1 min read

কালিয়াগঞ্জ_খনারহাট জেলা পরিষদের পাকা রাস্তার কঙ্কাল সার চেহারা বেরিয়ে পরলেও সংস্কারের কোন ব্যাবস্থা নেই,ক্ষুব্ধ এলাকার মানুষ

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২০নভেম্বর:ভোট আসে ভোট চলেও যায়। কিন্তূ নেতারা প্রতিশ্রুতির বন্যা দিলেও সেই বন্যায় ভেসে যায়না কঙ্কাল সার রাস্তার অসার দেহ।সেই কঙ্কাল সার বেহাল রাস্তার উপর দিয়েই কালিয়াগঞ্জ_খনারহাট এলাকার মানুষদের প্রতিদিন সাইকেল বা টোটো নিয়ে যারা প্রতিদিন যাতায়াত করছে তারাই একমাত্র বুঝতে পারছে কতটা কষ্টের মধ্যে দিয়ে তাদের যাতায়াত করতে হচ্ছে।কালিয়াগঞ্জ থেকে কুকরামনি হাট হয়ে আনুমানিক আট কিমি নামেই পাকা রাস্তা। কিন্তূ পাকা রাস্তার আর কিছুই খুঁজে পাওয়া যাচ্ছেনা।খনার হাট এলাকাটি সাত নম্বর ভান্ডার অঞ্চলের অধীনে।খনার হাট এলাকার বাসিন্দা ভবেন দেবশর্মা,রাজেন রায় এবং সবেন সিংহ বিদিসইল গ্রামে তাদের সাথে এই ।

 

প্রতিবেদকের কথা হয়।তারা জানান গ্রামের মানুষদের যে ভালো রাস্তা দরকার,বিদ্যুতের আলো দরকার, পানীয় জল দরকার নেতারা এসব মনেই করেনা।তাদের দরকার শুধু হামাদের ভোটটা।ভোট মিটি গেল সব শেষ।গ্রামের মানুষরা এই রাস্তাটার জন্য ভান্ডার অঞ্চলের প্রধানের কাছে বার বার আবেদন করা হলেও এরা এসবের কোন গুরুত্বই দেয়না।বর্ষার সময় আমাদের গ্রামের মেয়েরা সাইকেল নিয়ে পাকা রাস্তার উপর খানা খন্দক পেরিয়ে কালিয়াগঞ্জে উচ্চ বিদ্যালয়ে পড়তে যায়। কোন কোন দিন রাস্তায় সাইকেল নিয়ে পড়ে গিয়ে কাপড় চোপড় কাদা মেখে বাড়িতে আসে।এসব তো নেতারা দেখতেও পায়না বুঝতেও পারেনা। যত সমস্যা আমাদের গ্রামের মানুষদের।বেশ কয়েক বছর ধরে রাস্তা টি বেহাল হয়ে পরে থাকলেও কোন নেতা বা জেলা প্রশাসনের কোন আধিকারিকদের এসব।চোখেই পরেনা।কুকরামনি হাটে দেখা হল বারীন বর্মণের সাথে।রাস্তা সম্পর্কে বলতেই ক্ষুব্ধ হয়ে জানালেন আমরা কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকারকে (বাপ্পা) বলেছি।তিনি বলেছেন দেখছি।সোমবার কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকারের সাথে দেখা হলে তাকে কালিয়াগঞ্জ_খনার হাট রাস্তার বেহাল রাস্তার কথা বলতেই তিনি বলেন আমি মাত্র মাস কয়েক হয় কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতির দায়িত্ব পেয়ে চেয়ারে বসেছি।শুনেছি রাস্তার অবস্থা খুবই খারাপ।তিনি বলেন গ্রামের মানুষরা গ্রামের প্রধানকে চিঠি দিক।তার একটা কপি আমার কাছে এসে জমা দিয়ে যাক।আমি কথা দিতে পারবনা কবে বেহাল রাস্তার সংস্কার হবে।তবে এই টুকু বলতে।পারি আপ্রাণ চেষ্টা করবো যাতে রাস্তাটা কিভাবে ভালো করা যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *