মদ্যপ অবস্থায় অশ্লীল ভাষায় গালিগালাজের প্রতিবাদ করায় কলেজ ছাত্রর উপর হামলা
1 min read
বিশ্বজিৎ মণ্ডল,মালদা : মদ্যপ অবস্থায় অশ্লীল ভাষায় গালিগালাজের প্রতিবাদ করায় কলেজ ছাত্রর উপর হামলা।চাকুর কোপ মারা হয় যুবকের বুকে।ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল থানার চাঁচল স্ট্যান্ড এলাকায়।ঘটনায় আক্রান্ত কলেজ ছাত্র বর্তমানে চিকিৎসাধীন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে।জানাগেছে,আক্রান্ত যুবকের নাম বিশাল রাম(২২)।বাবা গোপাল রাম গাড়ি ব্যবসার সঙ্গে যুক্ত।পরিবার সূত্রে জানাগেছে,তাদের গাড়ি চালক ছিলেন স্থানীয় বাসিন্দা নৌসাদ আলী।কিন্তু দুর্ব্যবহার ও মদ্যপ থাকার কারণে গাড়ির চালক ছাড়িয়ে দেয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মঙ্গলবার রাতে চাঁচল ধর্মকাটার কাছে নিজেদের গাড়ি নিয়ে দাঁড়িয়ে ছিল বিশাল রাম ও তার বাবার বন্ধু রেজাউল হক।সেই সময় পুরোনো চালক নৌসাদ আলী মদ্যপ অবস্থায় গালিগালাজ করতে থাকে।তা দেখে প্রতিবাদ করতে যায় কলেজ পড়ুয়া বিশাল রাম।অভিযোগ সেইসময় চাকু দিয়ে বিশালের বুকে আঘাত করে নৌসাদ আলী।তারপর আহতকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন।তবে আঘাত গুরুতর থাকায় রাতেই মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা।ঘটনায় অভিযুক্ত নৌসাদ আলীর বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্তের পরিবার।ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});