October 27, 2024

অস্থায়ী সেতু ভেঙ্গে যাওয়াও ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জয়দেব গোপ চোপড়া ১৯জুলাই:অস্থায়ী সেতু ভেঙ্গে যাওয়াও ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে এলাকার মানুষকে। উল্লেখ দেবীঝোরা কালাগছ রুটের বেরং নদীর ওপর সেতু দূবল হয়ে পারায় ভেঙ্গে যায় বৃজের এপরোচ । এর পর এই সেতুর ওপর বানানো হয় একটি অস্থায়ী কাঠের সেতু । এই অস্থায়ী কাঠের সেতু ভেঙ্গে যাওয়ার ফলে এলাকার মানুষ সহ স্কুল ছাত্র ছাত্রীদেরও সমস্যায় পড়তে হচ্ছে । ঘুরপথে যাতায়াতের জন্য বেড়ে গিয়েছে গাড়ির ভাড়া ।এবং  কলেজ ছাত্র ছাত্রীদের ঘুরপথে যাতায়াতের  ফলে বেশি
সময় লাগায় হয়রানি হতে হচ্ছে ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *