আমার মাটি আমার দেশ কার্যক্রম উপলক্ষে কালিয়াগঞ্জ শহরে মাটি ভর্তি কলস মাথায় নিয়ে পা মেলালেন সাংসদ দেবশ্রী
1 min readআমার মাটি আমার দেশ কার্যক্রম উপলক্ষে কালিয়াগঞ্জ শহরে মাটি ভর্তি কলস মাথায় নিয়ে পা মেলালেন সাংসদ দেবশ্রী
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৩ অক্টোবর: শুক্রবা ফ্রর উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের সুকান্ত মোড় থেকে ভারতীয় জনতা দলের কালিয়াগঞ্জ শহর মণ্ডল কমিটির পক্ষ থেকে আমার মাটি আমার দেশ কার্যক্রম উপলক্ষে একটি বিশেষ শোভাযাত্রার আয়োজন করা হয়।
এই শোভাযাত্রায় রায়গঞ্জের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী মাথায় কলসি ভর্তি মাটি মাথায় নিয়ে কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করেন।মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির উত্তর দিনাজপুর জেলার সভাপতি বাসুদেব সরকার,বিজেপির উত্তর দিনাজপুর জেলার সাধারন সম্পাদক তথা প্রাক্তন চেয়ারম্যান কার্তিক চন্দ্র পাল,কালিয়াগঞ্জ শহর মণ্ডল সভাপতি তথা কালিয়াগঞ্জ পৌর সভার কমিশনার গৌরাঙ্গ দাস,কমিশনার গৌতম বিশ্বাস,কমিশনার বিভাস সাহা সহ বিজেপির সমর্থক গন।
রায়গঞ্জের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী এক সাক্ষাৎকারে বলেন গত ১৫ ই আগস্ট থেকে তাদের আমার দেশ আমার মাটি কার্যক্রম সারা দেশ ব্যাপী চলছে।কালিয়াগঞ্জ শহরেও আমরা সেই কার্যক্রম পালন করছি।ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্ব সারা দেশে চলছে বৃক্ষ রোপনের কার্যক্রম।আমরা দেশের স্বার্থে প্রতিটি বুথে বুথে ৭৫ টি করে বৃক্ষরোপণ করতে হবে।সাথে সাথে প্রতিটি ব্লকের বিভিন্ন স্থান থেকে মাটি সংগ্রহ করে কলস ভর্তি করে সেই কলস আমরা দিল্লীতে পাঠাব।যেখানে তৈরি এই মাটি দিয়ে অমৃত কানন।দেবশ্রী চৌধুরী বলেন আমরা দেশের ক্ষমতা দখল করবার জন্য আসিনি।ভারতীয় জনতা পার্টির দায়বদ্ধতা আছে যা অন্য কোন দলের সেই দায়বদ্ধতা নেই বলেই তিনি মনে করেন।শোভাযাত্রাটি সুকান্ত মোড় হয়ে বিবেকানন্দ মোড় দিয়ে ডাক বাংলো রোড হয়ে পরবর্তীতে আবার সুকান্ত মোড়ের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।