চোখের আলোর সহযোগিতায় ও শিলিগুড়ি গ্রেটার লায়ন্স ক্লাব এবং কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির
1 min readচোখের আলোর সহযোগিতায় ও শিলিগুড়ি গ্রেটার লায়ন্স ক্লাব এবং কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১২ অক্টোবর: বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ে রাজ্য সরকারের চোখের আলো প্রকল্পের সহযোগিতায় ও শিলিগুড়ি গ্রেটার লায়ন্স এবং কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে একটি চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।
চক্ষু শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি অমিত সাহা।উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন সাহা,কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের কর্নধার সুদীপ ভট্টাচার্য,কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের অপর তিন গুরুত্বপূর্ন সদস্য দিব্যেন্দু চৌধুরী,চঞ্চল রায় এবং দেবব্রত কর,পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রঞ্জন মোদক।জানা যায় শিলিগুড়ি গ্রেটার লায়ন্স ক্লাব থেকে দুইজন চক্ষু চিকিৎসক চক্ষু পরীক্ষা শিবিরে আসেন বিদ্যালয়ের ছাত্রদের চোখ পরীক্ষা করে চোখের উপযুক্ত চিকিৎসার পরামর্শ দেবার জন্য।জানা যায় এই চোখ পরীক্ষা শিবির দুই দিন চলার সম্ভাবনাও আছে বলে জানা যায়