ইসলামপুরে যুবককে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন! আটক স্ত্রী
1 min readইসলামপুরে যুবককে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন! আটক স্ত্রী
ঘুমিয়ে থাকা এক যুবককে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে ইসলামপুর শহরের ১৬ নম্বর ওয়ার্ডের ব্লকপাড়ায়। এর জেরে শোরগোল পড়ে যায় এলাকায়। মৃতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম অভিজিৎ তরফদার (৩৬)। তাঁর মাকে কোপানো হয়েছে বলে অভিযোগ। তিনিও জখম হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ।
যুবকের মা প্রতিমা তরফদারের অভিযোগ, তাঁর পুত্রবধূ লোক দিয়ে এই কাণ্ড ঘটিয়েছে। তবে কী কারণে এই খুন, তা নিয়ে ধন্দ রয়েছে। তদন্ত শুরু করেছে ইসলামপুর থানা।ইসলামপুরে যুবক খুনের ঘটনায় পুলিশ কুকুর দিয়ে তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। তদন্তে জোর দিচ্ছে পুলিশ। এই ঘটনায় এখনও পযন্ত মৃত অভিজিৎ তরফদারের স্ত্রী সহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে