অবশেষে বন্ধ হয়ে থাকা মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের নূতন প্রধান নির্বাচন বুধবার হতে চলেছে
1 min readঅবশেষে বন্ধ হয়ে থাকা মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের নূতন প্রধান নির্বাচন বুধবার হতে চলেছে
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ১০ অক্টোবর:অবশেষে অপেক্ষার অবসান।দীর্ঘ তিন মাস পরে বন্ধ হয়ে থাকা মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচন বুধবার হতে চলেছে ব্যাপক পুলিশি ব্যাবস্থার মধ্য দিয়ে।কালিয়াগঞ্জ ব্লক প্রশাসনের পক্ষ থেকে নির্বাচিত প্রত্যেক গ্রাম পঞ্চায়েত সদস্যদের কাছে।মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচন শান্তিপূর্ন ভাবে করবার জন্য পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যাবস্থা নেওয়া হয়েছে বলে জানা যায়। যথেষ্ট পুলিশি ব্যাবস্থা নেওয়ার পরেও গত ৯ ই আগস্ট প্রচন ২৫ আগস্ট বিজেপির সাথে তৃণমূলের গণ্ডগোলের কারনে প্রধান নির্বাচন বাধ্য হয়ে প্রশাসন থেকে বন্ধ করে দেওয়া হয়।এক কথায় ভেস্তে যায়।
বিদায়ী প্রধান এবং উপ প্রধানের মেয়াদ ২৫ আগস্ট সমাপ্ত হলে বেশ কিছু দিনের জন্য অভিভাবক হয়ে পড়ে মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের উন্নয়ন মূলক কাজ চালু রাখতে উত্তর দিনাজপুর জেলা শাসক কালিয়া গঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রশান্ত রায়কে ১৮ ই সেপ্টেম্বর থেকে মোস্তফানগর গ্রাম পঞ্চায়েতের প্রশাসক হিসাবে দায়িত্ব দিয়ে থাকে।জানা যায় সদ্য সমাপ্ত মুস্তাফা নগর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের ম্যাজিক ফিগার সংগ্রহ করতে কেও পায়নি।৩০ আসন বিশিষ্ট মুস্তাফা নগর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল দল_১৩,বিজেপি_৮,কংগ্রেস_৩ সিপিআইএম_২ এবং নির্দল_৪ টি আসন পেয়েছে বলে জানা যায়। গ্রাম পঞ্চায়েতটি ম্যাজিক ফিগার না পাবার কারনে ত্রিশঙ্কু হওয়ায় কে কার দলের পঞ্চায়েত সদস্যকে নিজেদের দলে টেনে এনে প্রধান ও উপ প্রধান করবে সেই নিয়েই এই পঞ্চায়েতে চলে বিভিন্ন দলের মধ্যে গণ্ডগোল।