কালিয়াগঞ্জ জি এস এফ পি প্রাথমিক বিদ্যালয়ে রক্তদান শিবির
1 min readকালিয়াগঞ্জ জি এস এফ পি প্রাথমিক বিদ্যালয়ে রক্তদান শিবির
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১অক্টোবর: রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ২নম্বর চক্রের অধীন কালিয়াগঞ্জ জি এস এফ পি প্রাথমিক বিদ্যালয়ে একটি রক্ত দান শিবিরের আয়োজন করা হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীলাঞ্জন রায় বলেন সম্ভবত এই প্রথম প্রাথমিক বিদ্যালয়ে রক্তদানের মত একটি শিবির হওয়ায় তিনি গর্বিত।
উত্তর দিনাজপুর জেলার বিশিষ্ট রক্তদাতা সন্তোষ বেঙ্গানী বলেন রক্ত দান মানেই জীবন দান।আমাদের বেশি বেশি করে রক্তদান করে দুঃস্থ মানুষের জীবন দানে সহায়তা করতে হবে।তিনি বলেন আজকের এই রক্তদান শিবিরে মোট ৫০ জন রক্তদাতা রক্ত দান করেন। যার মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীলাদ্রি রায়সহ বেশ কয়েকজন শিক্ষক রক্তদান করে। রক্ত দান শিবিরের আগে বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে একটি অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।