October 24, 2024

মোটরভ্যান টোট চলাচলে প্রশাসনিক হয়রানি বন্ধ ও পরিবহন শ্রমিকের শ্রমিকের স্বীকৃতির দাবিতে সম্মেলন

1 min read

মোটরভ্যান টোট চলাচলে প্রশাসনিক হয়রানি বন্ধ ও পরিবহন শ্রমিকের শ্রমিকের স্বীকৃতির দাবিতে সম্মেলন

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৭সেপ্টেম্বর:বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ নজমু নাট্য নিকেতন হলে মোটর ভ্যান – টোটো চলাচলে প্রশাসনিক স্তরের হয়রানি বন্ধ করার সাথে সাথে মোটর ভ্যান ও টোটো চালকদের লাইসেন্স এবং তাদের পরিবহন শ্রমিকের স্বীকৃতির দাবিতে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়।সন্মেলনে সারা বাংলা মোটর ভ্যান চালক ইউনিয়নের সম্পাদক জয়ন্ত সাহা বলেন পশ্চিমবঙ্গে কোন চাকরির সুযোগ না থাকায় রাজ্যে শিক্ষিত এবং অর্ধ শিক্ষিত বেকার যুবকরা কোন রকম ভাবে জীবন জীবিকা নির্বাহ করে পরিবার পরিজনদের মুখে দুটো অন্ন তুলে দেবার চেষ্টা করছে মোটর ভ্যান ও টোটো চালিয়ে।

 

 

সেখানে রাজ্য সরকারের পরিবহন দপ্তর থেকে প্রতি জেলার জেলা শাসকদের কাছে একটি নির্দেশ পাঠানো হয়েছে।সেই নির্দেশ বলে উত্তর দিনাজপুর জেলা সহ বিভিন্ন জেলায় অন্যায় ভাবে মোটর ভ্যান চালক ও টোটো চালকদের উপর পুলিশি নির্যাতন,বিনা কারনে থানায় কেস দেওয়া হচ্ছে।সংস্থার সম্পাদক জয়ন্ত সাহা বলেন রাজ্য পরিবহন দপ্তর বাস মালিকদের স্বার্থে যদি আমাদের উপর এই ধরনের অত্যাচার করতেই থাকে তাহলে আমরাও আমাদের জীবন জীবিকার স্বার্থে এর তীব্র প্রতিবাদ করতে বাধ্য হচ্ছি।

 

দীর্ঘদিন ধরেই বাস মালিকদের স্বার্থে পরিবহন দপ্তর অমানবিক কাজ করেই চলছে তাই আগামী ১০ ই অক্টোবর রাজ্য পরিবহন ভবন অভিযানের সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হয়েছি।যদি তাতেও যদি পরিবহন দপ্তর বা রাজ্য সরকারের কোন সম্বিত না ফেরে তাহলে আমরা ব্যাপক আন্দোলনের সামিল হব।রাজ্য পরিবহন ভবন অভিযানে আমরা দেখিয়ে দিতে সক্ষম হব বলেই আমরা মনে করি।আমরা চাই রাজ্য সরকার পরিবহন দপ্তরের এই তুঘলকি সিদ্ধান্ত বন্ধ করতে কার্যকরী ভূমিকা গ্রহণ করবে বলেই বিশ্বাস করি।বুধবারের এই কনভেনশনে কালিয়াগঞ্জ

 শহরের আনুমানিক মোটর ভ্যান চালক ও টোটো চালক মিলে পাঁচ শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিল বলে জানা যায়। এই সন্মেলনে কালিয়াগঞ্জ শহরের মোটর ভ্যান চালক ও টোটো চালক দের নেতৃত্ব উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *