October 24, 2024

স্টুডেন্টস হেলথ হোম কালিয়াগঞ্জ আঞ্চলিক শাখার উদ্যগে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

1 min read

স্টুডেন্টস হেলথ হোম কালিয়াগঞ্জ আঞ্চলিক শাখার উদ্যগে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

 

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৫ সেপ্টেম্বর:সোমবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্টস হেলথ হোমের কালিয়াগঞ্জ আঞ্চলিক শাখার উদ্যগে একদিনের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা।অনুষ্ঠানের সূচনা করেন কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি অমিত সাহা। তিনি তার উদ্বোধনী বক্তব্যে বলেন স্টুডেন্টস হেলথ হোম এমন একটি সংস্থা যে সংস্থার সাথে আমাদের সবসময কাজ করতে হবে রাজনীতির উর্ধ্বে উঠে।আসুন আমরা সবাই মিলে এই সংস্থার পরিকাঠামোর উন্নয়নে সহায়তা করি।বিশেষ অতিথি কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার(বাপ্পা) বলেন স্টুডেন্টস হেলথ হোম এমন একটি গুরুত্বপূর্ন সংস্থা যে সংস্থার সাথে প্রতিটি ছাত্র ছাত্রীদের বিশেষ ভাবে যোগাযোগ রাখা অত্যন্ত জরুরী।তিনি প্রতিটি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের কাছে আহ্বান জানান যারা এখনো স্টুডেন্টস হেলথ হোমের কালিয়াগঞ্জ শাখার সাথে যোগাযোগ করেনি তাদের নিজেদের স্বার্থেই দ্রুত যোগাযোগ করা উচিত বলে তিনি মনে করেন।

আঞ্চলিক শাখার সম্পাদক রঞ্জন কুমার মোদক তার বক্তব্যে বলেন স্টুডেন্টস হেলথ হোম হত দরিদ্র ছাত্র ছাত্রীদের কাছে আশার আলো হয়ে কখনো কখনো দেখা দেয়।তিনি বলেন স্টুডেন্টস হেলথ হোমের মাধ্যমে ছাত্র ছাত্রীরা তাদের নিজেদের চরিত্র গঠন যেমন করতে।পারে তেমনি একজন ছাত্র বা ছাত্রী ক্রীড়া ক্ষেত্রে বা সাংস্কৃতিক ক্ষেত্রে তার সদিচ্ছা থাকলে নিজের জীবনকে তৈরি করে নিতে পারে।তাই বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সাথে তাদের মা বাবাদের অনুরোধ করবো

 

আপনারা আপনাদের ছেলেমেয়েদের দিকে বিশেষ ভাবে নজর দেবার জন্য আহ্বান জানাচ্ছি।স্টুডেন্টস হেলথ হোমের কালিয়াগঞ্জ আঞ্চলিক শাখায় সোমবার যে সমস্ত সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় তার মধ্যে ছিল আবৃত্তি,সঙ্গীত,অঙ্কন প্রতিযোগিতা,নৃত্য,মূকাভিনয়,তাৎক্ষণিক ব্যক্তিতা প্রবন্ধ প্রতিযোগিতা,বিতর্ক প্রতিযোগিতা।ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ছিল কাবাডি প্রতিযোগিতা,খো খো প্রতিযোগিতা এবং যোগাসন প্রতিযোগিতা।অনুষ্ঠানে বিশিষ্ট ব্যাক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ বর্মা,কালিয়াগঞ্জ কলেজের অধ্যাপক পবিত্র বর্মন,প্রাক্তন শিক্ষক দেবব্রত সরকার,সংস্থার সভাপতি প্রবীর কুমার সাহা,উৎসব কমিটির যুগ্ম সম্পাদক নির্মাল্য দাস এবং গার্গী গুপ্তা তমাল পাটটাদার সহ অনেকেই।জানা যায় যেসমস্ত প্রতিযোগী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করবে তারাই শুধু রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।

 

 

 

2 thoughts on “স্টুডেন্টস হেলথ হোম কালিয়াগঞ্জ আঞ্চলিক শাখার উদ্যগে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

  1. Бесплатные промокоды 1xBet при регистрации 2023. Сегодня пользователям 1xBet-казино предлагаются халявные промокоды на первый депозит, которые активируются при первой регистрации.рабочий промокод 1xbet С их помощью можно увеличить сумму базового бонуса до 32500 рублей. 1XFREE777 — рабочий промокод на сегодня. Для получения реального выигрыша с возможностью вывода на карту, необходимо поставить всю бонусную сумму на экспресс-ставку с коэффициентом от 1,4. Если прогноз окажется правильным, система переведет деньги на основной счет. Не секрет, что у букмекерской конторы 1xBet помимо спортивных ставок есть и другие направления, включая онлайн-игры, гоночные события или политические состязания.

  2. 1xbet es una plataforma de apuestas en línea líder que ofrece una amplia gama de opciones de entretenimiento. Para aprovechar al máximo tu experiencia en 1xbet, es crucial utilizar un código promocional 1xbet. último código de promoción para 1xbet Con el código promocional 1xbet, puedes acceder a increíbles ofertas como giros gratis, apuestas gratuitas y bonos de bienvenida. Hoy, te ofrecemos el código promocional 1xbet más reciente que te brindará beneficios exclusivos. ¿Estás listo para disfrutar de todas las emocionantes oportunidades que 1xbet tiene para ofrecer? No esperes más y utiliza nuestro código promocional de bono de bienvenida de 1xbet para comenzar a ganar. ¡Regístrate hoy mismo y aprovecha al máximo tus apuestas con el mejor código promocional para 1xbet!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *