January 10, 2025

কালিয়াগঞ্জ চিত্রাঙ্কন বিদ্যাপীঠের উদ্যোগে ও ব্যাবস্থাপনা দুই দিন ব্যাপী মেগা ওয়ার্কশপ কার্নিভাল

1 min read

কালিয়াগঞ্জ চিত্রাঙ্কন বিদ্যাপীঠের উদ্যোগে ও ব্যাবস্থাপনা দুই দিন ব্যাপী মেগা ওয়ার্কশপ কার্নিভাল

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ২৫ সে সেপ্টেম্বর:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের স্কুল পাড়ার মা মনসা ভবনে কালিয়াগঞ্জ চিত্রাঙ্কন বিদ্যা পীঠ আয়োজিত ও কামেলের সহযোগিতায় দুই দিনের মেগা হবি ওয়ার্কশপ কার্নিভালের উদ্বোধন হয় রবিবার। উদ্বোধন করেন কলকাতা থেকে আগত । দুই দিন বাপী এই মেগা ওয়ার্কশপে দুই ভাগে বিভক্ত করে ছোটদের ও বড়দের প্রশিক্ষণ দেওয়া হয়।

 

কালিয়াগঞ্জ চিত্রাঙ্কন কেন্দ্রের কর্নধার মিঠুন সরকার বলেন কলিয়াগঞ্জে কামেলের সহযোগিতায় এবং চিত্রাঙ্কন বিদ্যাপীঠের ব্যাবস্থাপনা দুইদিন ব্যাপী অঙ্কন প্রতিযোগিতার মেগা ওয়ার্কশপ কার্নিভাল এই প্রথম হচ্ছে এই কারনে আমি গর্বিত। দুই উদ্বোধক শুভশঙ্খ বণিক এবং জ্যোতির্ময় দাস বলেন কামেলিয়া গ্রুপের সহযোগীতায় অত্যাধুনিক মানের মেগা ওয়ার্কশপ কার্নিভালের মধ্য দিয়ে যে প্রশিক্ষণ হচ্ছে তার মাধ্যমে এই এলাকার ছেলেমেয়েরা অনেক কিছু রপ্ত করতে পারবে।এই প্রশিক্ষণ নেবার ব্যাপারে কালিয়াগঞ্জ শহরের ছেলেমেয়ে দের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়।

1 thought on “কালিয়াগঞ্জ চিত্রাঙ্কন বিদ্যাপীঠের উদ্যোগে ও ব্যাবস্থাপনা দুই দিন ব্যাপী মেগা ওয়ার্কশপ কার্নিভাল

  1. Бесплатные промокоды. Давайте сразу начну с того, что перечислю несколько актуальных Промокодов 1xbet на сегодня. Смело вводите промокод в соответствующее поле и получайте прикольные «плюшки» в подарок от щедрого букмекера! Букмекерская контора 1xbet отличается от конкурентов наличием широкой программы лояльности. Важной ее частью является предоставление клиентам бонусов при вводе промокода. Промокод 1xBet на сегодня и бесплатно.1хбет промокод при регистрации на сегодня В системе действует программа приветственных бонусов, благодаря которой каждый новичок получает определённую сумму за регистрацию на сайте. Такие акции действуют для казино и букмекерской конторы. Чтобы принять участие в приветственной программе, достаточно активировать при регистрации любой рабочий промокод.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *