October 27, 2024

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেরণা হতে পারেন মেয়েদের ক্ষেত্রে

1 min read
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেরণা হতে পারেন মেয়েদের ক্ষেত্রে ।তার সঙ্গে কথা বলতে আমার ভাল লাগে। । খড়গপুর আইআইটির ৬৪তম সমাবর্তন উৎসবে যোগ দিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নারী সমাজের প্রেরণা হিসাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে ধরেন৷রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, আইআইটিতে মহিলাদের উপস্থিতি বাড়াতে হবে। 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

মাত্র ১৬ শতাংশ মহিলা। এই সংখ্যা আরও বাড়াতে হবে। মঞ্চে উপস্থিত রাজ্যের মুখ্যমন্ত্রীকে উদাহরণ হিসাবে তুলে ধরে বলেন, ‘‘ তিনিই প্রেরণা হতে পারেন মেয়েদের ক্ষেত্রে। তাঁর সঙ্গে কথা বলতে আমার ভাল লাগে। রাজ্যের অর্থনৈতিক উন্নতি করতে বড় ভূমিকা রয়েছে আইআইটির। প্রযুক্তিবিদ্যায় বিশ্বে এগিয়ে খড়গপুর আইআইটি। সমাবর্তন শিক্ষাঙ্গনের ল্যান্ডমার্ক। সেখানে আসতে পেরে আমি গর্বিত।’’ সফল ছাত্র-ছাত্রীদের অভিনন্দনও জানান রাষ্ট্রপতি রা


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মনাথ কোবিন্দ।সমাবর্তনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, ‘‘রাষ্ট্রপতির ইচ্ছায় আমি এখানে এসেছি। আমি সম্মানিত। সমস্ত ডিগ্রি প্রাপককে আমার শুভেচ্ছা।’’ শুভেচ্ছার পাশাপাশি তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে করে বলেন, ‘‘জানি আপনারা বিশ্বজয় করবেন। এই দেশ সব জাতি, সব ধর্মের দেশ। দেশকে ভুলবেন না। ভুলবেন না রাজ্যকেও। মাথা উঁচু করে চলবেন। সাহসী হবেন।’’ এদিন তিনি বিশ্বকবির ভাষায় বলেন, চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির…৷ তিনি আপ্লুত হয়ে ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বলেন, ‘‘গোটা বিশ্ব একদিন দেখবে খড়গপুর আইআইটি কী দিতে পারে।’’


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *