January 10, 2025

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রসাখোয়া ২ নম্বর পঞ্চায়েতে প্রধান গঠন করল তৃণমূল কংগ্রেস

1 min read

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রসাখোয়া ২ নম্বর পঞ্চায়েতে প্রধান গঠন করল তৃণমূল কংগ্রেস

করণদিঘী থেকে মোহাম্মদ জাকারিয়ার রিপোর্ট  ঃ-উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকের ১২টি গ্রাম ও পঞ্চায়েত সমিতিতে বোর্ড গঠন হয়ে গেলেও ত্রিশঙ্কু একটি পঞ্চায়েতে বোর্ড গঠন হয়নি। ১০ অগস্ট ব্লকের করণদিঘী ব্লকের রসাখোয়া ২ পঞ্চায়েতে বোর্ড গঠন হওয়ার কথা ছিল। কিন্তু, আইনশৃঙ্খলার কারণে তা বাতিলের নির্দেশ দেয় ব্লক প্রশাসন।

মঙ্গলবার রসাখোয়া ২ নম্বর পঞ্চায়েতে বোর্ড গঠন হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধান গঠন করে তৃণমূল, প্রধান এর দায়িত্ব পান মোসাম্মৎ আসনারা খাতুন। এবং উপপ্রধান নির্বাচিত হিসেবে নির্বাচিত হন কেশব কর্মকার। রসাখোয়া ২ গ্রাম পঞ্চায়েতে মোট ২৬টি আসনের মধ্যে তৃণমূল ১১টি, বিজেপি ৮ সিপিএম ৩ এবং কংগ্রেস ৩ ও নির্দল ১টি আসনে জয়ী হয়। যার মধ্যে ২৬ জন প্রধান কে সমর্থন করে এবং উপপ্রধানকে সমর্থন করে ১৬ জন। রসাখোয়া ১ নম্বর পঞ্চায়েতের নবনিযুক্ত রসাখোয়া ২ নম্বর পঞ্চায়েতের প্রধান আসনারা খাতুন জানান আগামীতে তিনি সাধারণত মানুষের কাজ করবেন। করণদিঘীর বিধায়ক গৌতম পাল জানান এদিন তৃণমূল কংগ্রেস থেকে আসনারা খাতুন রসাখোয়া ২ নম্বর পঞ্চায়েতের প্রধান হয় । এবং উপপ্রধান হন কেশব কর্মকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *