October 27, 2024

মালদায় উদ্ধার ১১ লাখ টাকার জালনোট

1 min read
বিশ্বজিৎ মণ্ডল,মালদা : পৃথক দুটি অভিযানে মালদায় উদ্ধার ১১ লাখ টাকার জালনোট।দুটি ঘটনায় গ্রেফতার মোট তিন পাচারকারী।মালদার কালিয়াচক ও বৈষ্ণবনগর থানা এলাকায় হানা দিয়ে জালনোটগুলি উদ্ধার করা হয়।ধৃতদের এদিন মালদা জেলা আদালতে পেস করা হয়েছে।শনিবার রাতে গোপনে খবরের ভিত্তিতে একটি অভিযান চলে বৈষ্ণবনগর থানার টাউনশিপ মোড় এলাকায়। BSF-কে সঙ্গে নিয়ে  অভিযান চালায় CID। ৭ লক্ষ টাকার জালনোট সহ গ্রেফতার হয় দুইজন।ধৃতরা হলেন বিশ্বজিৎ মণ্ডল ও মংলু শেখ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 বিশ্বজিৎ মন্ডলের বাড়ি বৈষ্ণবনগর থানার জৈনপুর গ্রামে এবং মংলু শেখের বাড়ি কালিয়াচক থানার গোপালনগর গ্রামের বাসিন্দা। CID-র সূত্রে খবর, মংলু দীর্ঘদিন ধরেই জালনোট পাচার কারবারের যুক্ত। আগেও জালনোট পাচারের অভিযোগে গ্রেপ্তার হয়েছিল সে। ২২ মাস সংশোধনাগারে থাকার পর কিছুদিন আগে সে ছাড়া পেয়ে আবার জালনোট চক্রে জড়িয়ে পড়ে আজ ধৃতদের জেলা আদালতে পেশ করা হয়েছে।অন্যদিকে গোপন সূত্রে খবর পেয়ে এদিন রাতে কালিয়াচক থানার ১৮ মাইল এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের ধার অভিযান চালায় BSF ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 এক যুবককে গ্রেপ্তার করে সীমান্তরক্ষী বাহিনী।তার কাছ থেকে  ৪ লাখ টাকার জালনোট উদ্ধার করে BSF । BSF সূত্রে খবর, ১৮ মাইল এলাকায় জওয়ানদের দেখে ওই যুবক মোটরবাইক নিয়ে পালানোর চেষ্টা করে।তারপরই BSF তাকে ধরে ফেলে। ধৃত যুবকের নাম বিপ্লব মণ্ডল। বাড়ি কালিয়াচক থানার গোঁসাইটোলা গ্রামে। জালনোট ছাড়াও বাজেয়াপ্ত করা হয়েছে তার মোটরবাইক এবং মোবাইল ফোনও। আজ ধৃতকে কালিয়াচক থানার পুলিশের হাতে তুলে দিয়েছে BSF।দুটি ঘটনায় মত ১১ লক্ষ টাকার জালনোট উদ্ধার হয়।সমস্ত নোট গুলি ২ হাজারের।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *