কাবারিয়া সংঘের পরিচালনায় মহেন্দ্রগঞ্জ নাট মন্দির প্রাঙ্গণে বাবা ভোলা নাথের পূজা ও বিরাট বাউল অনুষ্ঠান
1 min readকাবারিয়া সংঘের পরিচালনায় মহেন্দ্রগঞ্জ নাট মন্দির প্রাঙ্গণে বাবা ভোলা নাথের পূজা ও বিরাট বাউল অনুষ্ঠান
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ১১ আগস্ট: উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের মহেন্দ্রগঞ্জ নাট মন্দির প্রাঙ্গণে শুরু হতে চলেছে আগামী ১৪ ও ১৫ই আগস্ট বাবা ভোলা নাথের পূজা ও বিরাট বাউল উৎসব।কাবারিয়া সংঘের উদ্যোক্তারা জানান আগামী ১৪ই আগস্ট সকালে বাবা ভোলা নাথের পূজার্চনা ও
বিকেলে বাবার প্রসাদ বিতরন ভক্তদের মধ্যে।পরের দিন ১৫ ই আগস্ট বৈকাল পাঁচটা থেকে স্থানীয় ও বহিরাগত শিল্পীদের নিয়ে একটি বাউল সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়ছে বলে জানান।বাউল উৎসবকে কেন্দ্র করে মহেন্দ্রগঞ্জে নাট মন্দির প্রাঙ্গণে শুরু হয়েছে ব্যাপক তৎপরতা।