January 9, 2025

কালিয়াগঞ্জে শাসক তৃণমূল দলকে টেক্কা দিয়ে তিনটি গ্রাম পঞ্চায়েত গেরুয়া শিবিরের দখলে

1 min read

কালিয়াগঞ্জে শাসক তৃণমূল দলকে টেক্কা দিয়ে তিনটি গ্রাম পঞ্চায়েত গেরুয়া শিবিরের দখলে

তপন চক্রবর্তী কালিয়াগঞ্জ ১১ আগস্ট:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকে শাসক তৃণমূল দলকে জোর ধাক্কা দিয়ে গেরুয়া শিবির তিনটি গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল।গেরুয়া শিবিরের ছিনিয়ে নেওয়া গ্রাম পঞ্চায়েত গুলি হল রাধিকাপুর গ্রাম পঞ্চায়েত, বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এবং ভান্ডার গ্রাম পঞ্চায়েত।তিনটি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে আসায় গেরুয়া শিবিরে খুশির জোয়ার দেখা যায়।অপর দিকে শাসক তৃণমূল দল যে ৪ টি গ্রাম পঞ্চায়েত দখল করে সেগুলি হল অনন্তপুর গ্রাম পঞ্চায়েত,

 

,ধনকোল গ্রাম পঞ্চায়েত এবং মালগাও গ্রাম পঞ্চায়েত এবং বরুণা গ্রাম পঞ্চায়েত।।মালগাও গ্রাম পঞ্চায়েত ২৯টি আসনের মধ্যে ১১ টি তৃণমূল ,১১টি বিজেপি দল দখল করে।অপর দিকে কংগ্রেস ৪টি বামেরা ২টি এবং নির্দল ১ টি আসন দখল করে শেষ মুহূর্তে তারা তৃণমূলকে সমর্থন করার ফলে মালগাও গ্রাম পঞ্চায়েত টি তৃণমূলের দখলেই চলে আসে বলে তৃণমূলের মালগাও অঞ্চলের অঞ্চল সভাপতি সঞ্জয় রায় দাবি করেন। এর ফলে কালিয়াগঞ্জ ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূলের দখলে যায় ৪টি গ্রাম পঞ্চায়েত,গেরুয়া শিবিরের দখলে যায় ৩টি গ্রাম পঞ্চায়েত এবং ১টি মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন গত বৃহস্পতিবার তৃণমূল ও বিজেপি দলের মধ্যে ব্যাপক গন্ডগোলের কারনে প্রশাসন বাধ্য হয়ে বোর্ড গঠন স্থগিত রাখে।জানা যায় আগামী ১৪ই আগস্ট পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন এবং আগামী ১৬ আগস্ট উত্তর দিনাজপুর জেলা পরিষদের বোর্ড গঠন হবার কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..