ট্রাফিক এওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হলো কুমারগঞ্জ ব্লকের ডাঙ্গারহাট উচ্চ বিদ্যালয়ে
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কমল কুমার বিশ্বাস(কুমারগঞ্জ)24শে জুলাই:-ট্রাফিক এওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হলো কুমারগঞ্জ ব্লকের ডাঙ্গারহাট উচ্চ বিদ্যালয়ে l আজ ডাঙ্গারহাট উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে ট্রাফিক সচেতনতা মূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো কুমারগঞ্জ থানার উদ্যোগে l ওই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও অংশগ্রহণ করে ছাত্র ছাত্রীদের উদ্বুদ্ধ করেন পথ চলার নিয়ম ,কি করা উচিত কি উচিত নয় এসব বিষয়ে l
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কুমারগঞ্জ থানার পক্ষে দুই আধিকারিক দেবাশীষ আচার্যী ও দেবেন সরেন সভা পরিচালনা করেন l তারা ছাত্র ছাত্রীদের অসতর্কভাবে চলাচল এর ফলে কিকি ক্ষতি ঘটতে পারে তা তুলে ধরেন l রাস্তাঘাটে চলার সময় কিকি আচরণবিধি মেনে চলা উচিত তার সম্যক ধারণা পুলিশ অধিকারিকদ্বয় ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরেন l এপ্রসঙ্গে দেবাশীষ বাবু জানান ,এটি দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের একটি উদ্যোগ l মূলত ট্রাফিক আইন ও সচেতনতার অভাব বা অযথা হিরোইজম করতে গিয়েই অকালে ঝরছে বহু তরুনের প্রাণ l তাই আর যাতে কোনো প্রাণ অকালে না ঝরেযায় তার জন্যই এই আগাম সতর্কতা মুলুক কর্মসূচি l
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});