December 5, 2024

ভারতীয় জনতা যুব মোর্চা জেড পি-13 তপন মণ্ডল কমিটির উদ্যোগে বালাপুর স্বাস্থ্যকেন্দ্রর মাঠে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

কমল কুমার বিশ্বাস (বালুরঘাট)24,শে জুলাই:- আজকে ভারতীয় জনতা যুব মোর্চা জেড পি-13 তপন মণ্ডল কমিটির উদ্যোগে বালাপুর স্বাস্থ্যকেন্দ্রর মাঠে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো৷ 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

প্রত্যেক রক্তদাতা কে একটি করে চারা গাছ প্রদান করা হয়৷ উক্ত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সাধারণ সম্পাদক বাপি সরকার, বিজেপি যুব মোর্চা জেলা সভাপতি অভিষেক সেনগুপ্ত, বিজেপি যুব মোর্চা জেলা সাধারণ সম্পাদক অমিত খটিক, যুব মোর্চা জেলা সম্পাদক বিভাস সরকার, যুব মোর্চা তপন জেডপি-13 সভাপতি কানাই বর্মন, যুব মোর্চা তপন জেডপি-14 সভাপতি গৌরাঙ্গ পোদ্দার ও অন্যান্য যুব মোর্চা নেতৃত্ব গন৷জেলা যুব সভাপতি অভিষেক সেনগুপ্ত জানান,”রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সামাজিক দ্বায়িত্ব পালনের জন্যই এবং সাধারণ মানুষের পাশে থাকবার জন্যই আজকের এই রাক্তদান কর্মসূচি।আজকে প্রায় 56 জন যুবক রক্তদান করেন।আগামীতেও রক্তের সঙ্কট মেটাতে আমরা আরও বেশি করে এইরকম শিবিরের আয়োজন করব।”আজকে যুব মোর্চার এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে বালাপুর তথা মালঞ্চা অঞ্চলের নাগরিকদের মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা যা

য়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *