October 27, 2024

রোগী মৃত্যুতে ক্ষিপ্ত হলো পরিজনেরা

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

বিশ্বজিৎ মণ্ডল,মালদা : রোগী মৃত্যুতে ক্ষিপ্ত হলো পরিজনেরা।চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে চললো ব্যাপক ভাঙচুর।মারখেলো চিকিৎসক,এমনকি মারধর করা হয় পুলিশ কর্মীদেরও।ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে মালদার মানিকচক গ্রামীন হাসপাতালে।ঘটনাস্থলে মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।জানাগেছে,মৃত রোগীর নাম লতিকা মাহালদার(৩১)।মানিকচক থানার ধনরাজপুর এলাকার বাসিন্দা।স্বামী হিরো মাহালদার পেশায় মাছ বিক্রেতা।পরিবার সূত্রে জানাগেছে, সোমবার রাতে সামান্য জ্বর নিয়ে ওই মহিলাকে মানিকচক গ্রামীন হাসপাতালে ভর্তি করেন পরিজনেরা।অভিযোগ,ভর্তি করার পর কর্মরত চিকিৎসকেরা ভালো মতো চিকিৎসা করেননি।একবার চিকিৎসক আসলেও সামান্য দেখে চলে যায়।চিকিৎসককে রোগীর শারীরিক অবস্থার কথা বারংবার জানতে চাওয়া হলে কিছুই জানায়নি।কোনো স্থানান্তরের নির্দেশও দেয়নি চিকিৎসক।অবশেষে এই চিকিৎসার গাফিলতিতে ভোর রাতে মৃত্যু হয় মহিলার।মঙ্গলবার সকাল হতেই ক্ষিপ্ত হয়ে ওঠে মৃত মহিলার পরিবারবর্গ।ঘটনায় ক্ষিপ্ত পরিজনেরা ভাংচুর চালাতে শুরু করে হাসপাতালে।লেবার রুম সহ জরুরি বিভাগে ব্যাপক ভাঙচুর করে।কর্মরত চিকিৎসক রোথিন কুন্ডুকে ধরে ব্যাপক মারধর চালাতে থাকে।এরপরই ঘটনা জানতে পেরে মানিকচক থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে রোগীর আত্মীয়রা পুলিশ কর্মীদেরও মারধর করে।তারপরই বাড়তি পুলিশ কর্মী হাসপাতালে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *