কালিয়াগঞ্জ পৌর সভার উদ্যোগে প্রতিবন্ধী ভাইবোনদের সংশাপত্র প্রদান
1 min readকালিয়াগঞ্জ পৌর সভার উদ্যোগে প্রতিবন্ধী ভাইবোনদের সংশাপত্র প্রদান
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২০ এপ্রিল: উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌর সভা বৃহস্পতিবার বেশ কিছু প্রতিবন্ধী ভাই বোনদের প্রতিবন্ধী শংসাপত্র প্রদান করেন।এক সাক্ষাৎকারে কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা বলেন দুয়ারে সরকারে ১এপ্রিল থেকে ১০ই এপ্রিলের
মধ্যে যে সমস্ত প্রতিবন্ধী ভাই বোনেরা পৌর সভার দুয়ারে সরকারের কর্মসূচিতে অংশগ্রহন করে প্রতিবন্ধী ভাই বোনেরা তাদের প্রতিবন্ধী সার্টিফিকেটের জন্য আবেদন জমা দিয়েছিলেন সরকারি নির্দেশ মত আমরা ২০এপ্রিল প্রতিবন্ধী ভাইবোনদের সংশাপত্র প্রদান করলেন
কালিয়াগঞ্জ পৌর সভার মাধ্যমে।প্রতিবন্ধী সংশা পত্র বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌর সভার উপ পৌর পিতা ঈশ্বর রজাক,কমিশনার রথীন্দ্র নাথ গুহ সহ অনেকেই।প্রতিবন্ধী পুত্রের মা আরতি সাহা বলেন অনেক দিন ধরে চেষ্টা করে তার ফল আজ পেলাম।ছেলের প্রতিবন্ধী সার্টিফিকেট পেয়ে আমার ছেলে অনেক সুযোগ সুবিধা এখন থেকে পাবে।এই কারনেই আমি মা হয়ে ভীষন খুশি হলাম।