কালিয়াগঞ্জে প্রতীতির বর্ষবরণ ও সাহিত্য পত্রিকার আলোচনার আসর_
1 min readকালিয়াগঞ্জে প্রতীতির বর্ষবরণ ও সাহিত্য পত্রিকার আলোচনার আসর
শুভ আচার্য,কালিয়াগঞ্জ,১৯এপ্রিল:বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের হাসপাতাল পাড়ায় বিশিষ্ট শিল্পী বল্লভ মাহাতোর বাসভবনে ভ্রাম্যমাণ মাসিক সাহিত্য সংস্কৃতি ও কৃষ্টি সংস্থা প্রতীতির ৪৬ তম বর্ষের দ্বিতীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হল নববর্ষ বরণের সাথে প্রতীতির পত্রিকা পর্যালোচনার আসর।অনুষ্ঠানের সূচনা হয় শিশু শিল্পী অংশুমান রায়ের উদ্বোধন সঙ্গীতের মধা দিয়ে।সঙ্গতে ছিলেন বিশিষ্ট তবলা বাদক প্রতুল মজুমদার।অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করে শোনান অমল কৃষ্ণ মণ্ডল,
সনাতন সরকার,তপন কুমার চক্রবর্তী,সুজাতা দত্ত,রিংকু মোদক এবং সুকান্ত গুহ।অন্য দিকেসঙ্গীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন বনিতা সাহা রাই মোদক,বিশিষ্ট সঙ্গীত শিল্পী অরুণ ঘোষ অঙ্কিতা মোদক এবং আকাশবাণীর গীতিকার ও সাংবাদিক তপন চক্রবর্তী। সঙ্গতে ছিলেন বিশিষ্ট তবলা বাদক বল্লভ মাহাতো এবং প্রতুল মজুমদার। এদিনের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বল্লভ মাহাতোর বেহালা বাদন।বল্লভ মাহাতোর বেহালা বাদন উপস্থিত দর্শকদের উচ্চ প্রশংসা লাভ করে।প্রতীতির সাহিত্য আসরে পত্রিকার যুগ্ম সম্পাদক রাধিকা রঞ্জন দেবভূতি বলেন ক্ষুদ্র পত্র পত্রিকা প্রকাশ করা একটি দূরহ কাজ।ক্ষুদ্র পত্র পত্রিকা প্রকাশ্যে অনেক সমস্যা থাকবেই।এই সমস্যা গুলিই ক্ষুদ্র পত্র পত্রিকার বিউটি।তবে আমাদের প্রকাশিত প্রতীতি পত্রিকা বেশ কিছু স্থানীয় পাঠাগারে রাখা উচিৎ বলে তিনি মনে করেন। প্রতীতির যুগ্ম সম্পাদক ড:কাঞ্চন দে সাহিত্য আসরে প্রকাশিত পত্রিকা নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন কোন সাহিত্য সংস্থার পত্রিকা প্রকাশ করা বর কঠিন কাজ।প্রচুর সময়,অর্থ ব্যয় করেও আমরা আমাদের সময়মত পত্রিকা প্রকাশ করতে না পারায় আমাদের প্রত্যেকেরই কাছেই এটা একটা পত্রিকা প্রকাশের ক্ষেত্রে বড় অভিজ্ঞ্তা সঞ্চয় করে থাকি যা নাকি ক্ষুদ্র পত্র পত্রিকা প্রকাশেরই এটা একটা অঙ্গ।নানান বাধা বিপত্তিকে অতিক্রম করে সবার সহযোগিতায় আমাদের সেটা করতেই হবে বলে তিনি মনে করেন। প্রতীতির সাহিত্য ও সঙ্গীত সন্ধ্যার আসরে কালিয়াগঞ্জের
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতীতির প্রাক্তন সভাপতি তপন কুমার চক্রবর্তী।তিনি অনুষ্ঠানের সভাপতি হিসাবে তার বক্তব্যে বলেন প্রতীতি সাহিত্য সংস্থা বিগত ৪৬ বছর ধরে সাহিত্যের আতুর ঘর হিসাবে কাজ করে চলেছে।
এই আতুর ঘরটিকে আমাদের সবার সহযোগিতায় চোখের মণির মত রক্ষা করতেই হবে।সমস্ত স্তরের কবি সাহিত্যিকদের নিয়ে আমাদের তাদের সাথে মাঝে মধ্যেই বসে এতদ অঞ্চলের সাহিত্যের উন্নয়ন কেমন ভাবে সম্ভব তা নিয়ে আলোচনা করতে হবে।তিনি বলেন কবি সাহিত্যিকরা তাদের খুশি মত অবাধ বিচরন করবে এটাই স্বাভাবিক বলে তিনি মনে করেন।কবি,সাহিত্যিক এবং শিল্পীরা কারো কেনা গোলাম নয় এটা ভাবা উচিত বলেই তিনি মনে করেন। অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে সঞ্চালনা করেন প্রতীতির যুগ্ম সম্পাদক প্রদীপ কুমার রায়।
No deposit bonus from https://zkasin0.site connect your wallet and enter promo code [3wedfW234] and get 0.7 eth + 100 free spins, Withdrawal without limits