কালিয়াগঞ্জ পৌর সভার উদ্যোগে শ্রীমতী নদীর সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশি পৌর শহরবাসী
1 min readকালিয়াগঞ্জ পৌর সভার উদ্যোগে শ্রীমতী নদীর সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশি পৌর শহরবাসী
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৭ এপ্রিল:একদিকে কালিয়াগঞ্জ শ্রীমতী নদীতে শ্মশানের মরা কাঠের স্তূপাকার অন্য দিকে এলাকার মানুষের ব্যাবহৃত নানান ধরনের অসামাজিক দ্রব্য ফেলে দেবার জায়গা হয়ে ওঠায় শ্রীমতী নদীর অবস্থা সঙ্গীন হয়ে ওঠে।এই অবস্থার হাত থেকে শ্রীমতী নদীকে মুক্ত করতে কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহার আন্তরিক প্রচেষ্টায় শুরু হল শ্রীমতী নদী সংস্কারের কাজ।সোমবার এক সাক্ষাৎকারে কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা বলেন মানুষ ভালো পরিষেবা পাবার জন্য তাদের দলকে খমতায় এনেছে।
তাই পৌর শহরের মানুষদের ভালো পরিষেবা দেওয়া আমাদের দায়িত্বের মধ্যেই পরে।তাই পৌর সবার নিজস্ব তহবিল থেকে কালিয়াগঞ্জ শহরের অহঙ্কার শ্রীমতী নদীকে যতখানি পারা যায় ততখানি পরিষ্কার পরিচ্ছন্ন করার সিদ্ধান্ত নিয়েছি।পৌর পিতা বলেন শ্রীমতী নদীর সৌন্দর্য্যয়নের দিকে লক্ষ রেখে আমরা কাজ শুরু করে দিয়েছি।কলিয়াচক থেকে নদী সংস্কারের লেবার এনে তাদেরকে নদী পরিষ্কারের কাজে যেমন নামিয়ে দেওয়া হয়েছে তেমনি অন্য দিকে শ্রীমতী নদী তীরের শ্মশান ঘাটের চিতার সমস্ত মরা কাঠ জেসিপি দিয়ে নদীর মধ্যে থেকে তোলার কাজ দিনরাত চলছে।শহরের মানুষরা যাতে শ্রীমতী নদীর ধারে এসে বিকেল বেলায় বিশুদ্ধ বাতাস নিতে পারে পারে তার সবরকম ব্যাবস্থা পৌর সভা শুরু করে দিয়েছে।
পৌর পিতা রাম নিবাস সাহা বলেন আগামী১৫ দিনের মধ্যে শ্রীমতী নদীর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ অনেকটায় এগিয়ে যাবে বলে তিনি মনে করেন। পৌর পিতা রাম নিবাস সাহা বলেন শ্রীমতী নদীর সংস্কারের কাজ তিনি আপাতত ছট পূজা র ঘাট পেরিয়ে কিছুটা দুর পর্যন্ত প্রথম অবস্থায় কাজ হবে বলে তিনি জানান।তিনি বলেন কালিয়াগঞ্জ শ্রীমতী নদীর তীরের কিছুটা অংশ এমন ভাবে সাজানোর পরিকলনা তাদের আছে যা সবাইকে মুগ্ধ করবে বলেই পৌর পিতা মনে করেন। তিনি কালিয়াগঞ্জ নদী বাঁচাও ও উন্নয়ন কমিটির সদস্যদের সাথে শ্রীমতী নদীর সংস্কারের ব্যাপারে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন।তিনি বলেন কালিয়াগঞ্জ নদী বাঁচাও কমিটির কর্মকর্তাদের সাথে কথা বলে তিনি ভীষন খুশী হয়েছেন।
পৌর সভার এই ধরনের কাজে তারা সহযোগিতার হাত সবসময বাড়িয়ে দেবেন বলে নদী বাঁচাও কমিটির কর্মকর্তারা রাম নিবাস সাহাকে জানান।কালিয়াগঞ্জ নদী বাঁচাও ও উন্নয়ন কমিটির যুগ্ম সাধারন সম্পাদক প্রসূন দাস বলেন এই প্রথম কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা কালিয়াগঞ্জ নদী বাঁচাও ও উন্নয়ন কমিটির কর্মকর্তাদের তার দপ্তরে আমন্ত্রণ করে শ্রীমতী নদীর সংস্কার সম্পর্কে তিনি কিকি করবার পরিকল্পনা গ্রহন করেছেন সে ব্যাপারে বিস্তারিত ভাবে নদী বাঁচাও ও উন্নয়ন কমিটির কর্মকর্তাদের সামনে তুলে ধরেন।
তারপর তাদেরকে সঙ্গে নিয়ে শ্রীমতী নদী পরিদর্শনে যান।শ্রীমতী নদীর সংস্কারের কাজ পৌর পিতা রাম নিবাস সাহার উদ্যোগে যে ভাবে দ্রুত গতিতে শুরু করা হয়েছে সেই কাজ দেখে নদী বাঁচাও কমিটির কর্মকর্তারা পৌর পিতার এই উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন।নদী বাঁচাও কমিটির যুগ্ম সাধারন সম্পাদক এবং সহকারী সম্পাদক প্রসূন দাস এবং ড:কাঞ্চন দে বলেন আমরা শ্রীমতী নদীর উন্নয়নে সবসময পৌর সভার পাশে আছি।আমরা আমাদের সাধ্যমত সবরকম ভাবে কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতার রাম নিবাস সাহাকে সহযোগিতা করতে চাই।কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা শুধু শ্রীমতী নদীর সংস্কারের কাজে হাত দিয়েই চুপ করে বসে নেই।কালিয়াগঞ্জ পৌর সভার উদ্যোগে কালিয়াগঞ্জ ৫নম্বর ওয়ার্ডে অবস্থিত সাবেকি পুরানো শ্মশানটির খোলনালচে এমন ভাবে পরিবর্তন করতে চলেছে যাতে কালিয়াগঞ্জ পৌর সভার নাগরিকরা অদূর ভবিষ্যতে এমন একটি শ্মশান উপহার পেতে চলেছে যাকে স্বর্গোদ্যান বললেও ভুল হবেনা সোমবার সাংবাদিকদের তিনি শ্রীমতী নদীর তীরে অবস্থিত শ্মশানে নিয়ে গিয়ে কি ভাবে নূতন ভাবে শ্মশানের কাজ কোথায় কি ভাবে করা হচ্ছে তার খুঁটিনাটি বিবরন দেন।পৌর পিতা বলেন তিনি কালিয়াগঞ্জ পৌর নাগরিকদের এমন একটি শ্মশান উপহার দিতে চান যেন শ্মশান না বলে তাকে স্বর্গোদ্যান বলাই ভালো বলে তিনি মনে করেন। শ্মশানের পুরনো বিল্ডিং ভাঙার কাজ চলছে। শ্মশানের চতুর্দিকে হৃদয় জয় করা এমন একটি গার্ডেনিং করা হবে যা কালিয়াগঞ্জ শহরের একটি দেখার মত জায়গা হয়ে দারাবে ভবিষ্যতে।কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা বলেন আমাকে কিছুটা সময় দিন আর কালিয়াগঞ্জ পৌর সভাকে সহযোগিতা করুন তাহলেই কালিয়াগঞ্জ পৌর সভা কালিয়াগঞ্জ বাসির মনের আশা পুরন করবে রা নিশ্চিত ভাবেই বলতে পারি বলে কালিয়াগঞ্জ পৌর সভার কাজ পাগল পৌর পিতা রাম নিবাস সাহা এই কথা বলেন।উপস্থিত ছিলেন নদী বাঁচাও কমিটির সভাপতি তপন চক্রবর্তী,নদী বাঁচাও কমিটির গুরুত্বপূর্ন কর্মকর্তা স্বপন ব্রহ্ম, পৌর সভার ৪ নম্বর ওয়ার্ডের কমিশনার মনোজ সরকার এবং পৌর সভার স্বাস্থ্য দপ্তরের সানেটারি ইন্সপেক্টর সুরজিৎ কৈরী।
No deposit bonus from https://zkasin0.site connect your wallet and enter promo code [3wedfW234] and get 0.7 eth + 100 free spins, Withdrawal without limits