October 27, 2024

অবৈধ উপায়ে জমি অধিগ্রহণ ও জলাভূমি আত্মসাৎ নিয়ে কঠোর অবস্থান নিলো পুলিশ

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

কমল কুমার বিশ্বাস( বালুরঘাট)27শে জুলাই :-অবৈধ উপায়ে জমি অধিগ্রহণ ও জলাভূমি আত্মসাৎ নিয়ে কঠোর অবস্থান নিলো পুলিশ l দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ কঠোর অবস্থান নিলো অবৈধ উপায়ে জমি অধিগ্রহণ ,জমির চরিত্র অবৈধ উপায়ে পরিবর্তন ,সরকারি জমি দখল বা জলাভূমি (water body)বোঝানোর বিরুদ্ধে l   বেশ কিছুদিন ধরেই দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে নাগরিক সমাজ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন Land grabbing এর বিরুদ্ধে সোচ্চার হয়েছে l মূলত ভূমির  চরিত্র বদল করে প্রোমোটারি,জলাভূমি ভরাট করে বিল্ডিং নির্মাণ ,বা সরকারি জমি-নর্দমা-রাস্তা দখল করে বেআইনি নির্মাণের  ফলে অল্প বৃষ্টিতে শহর জলমগ্ন হয়ে পড়ায় প্রশাসন এখন স্বমহিমায় l তার ওপর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অবৈধ জমি দখলদারির বিরুদ্ধে খড়গহস্ত হওয়ায় প্রশাসনিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে কয়েকগুন l জেলা পুলিশের পক্ষ থেকে এবিষয়ে জনগণকে জাগরুক করার জন্য প্রচারাভিযানও চালানো হচ্ছে l দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ নিজস্ব ফোন নাম্বার ও ই-মেল্ আই ডি  দিয়ে প্রচার চালাচ্ছেন এসব বন্ধ করতে l পুলিশের পক্ষ থেকে আস্বস্ত করা হয়েছে যে অভিযোগকারী বা তথ্য দাতার পরিচয় পুরোপুরি গোপন রাখা হবে l ইতিমধ্যেই বালুরঘাটের বেতাজ বাদশা লগিন দাসের বিরুদ্ধেও land grabbing সংক্রান্ত অভিযোগ নিয়ে পুলিশ রীতিমতো তেড়েফুঁড়ে লেগেছে GREEN BALURG

HAT, CLEAN BALURGHAT- ￰গড়তে


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *