December 5, 2024

হরিহরপুর লোকনাথ সেবাশ্রম ও লায়ন্স ক্লাবের উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির

1 min read
তপন চক্রবর্তী ও শংকর গুপ্ত–রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের হরিহর পুর লোকনাথ সেবাশ্রম ও কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে একটি চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।চক্ষু শিবিরে চক্ষু পরীক্ষা করেন গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা অভিজিৎ ভৌমিক ও ডা এস আহমেদ।এই চক্ষু শিবিরে অনুমানিক ২৫০জন চক্ষু রোগীদের চক্ষু পরীক্ষা করে তাদের ওষুধ পত্র দেওয়া হয়।
 দেওয়া হয় চশমা।চক্ষু পরীক্ষার পর যাদের অপারেশন করা হবে সেই সব চক্ষু রোগীদের কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবে খুব শীঘ্রই বিনা ব্যায়ে চক্ষু অপারেশন করবার ব্যাবস্থা করা হবে বলে জানান হরিহর পুর লোকনাথ সেবাশ্রম সংঘের কনর্ধার ও বিশিষ্ট সমাজসেবী স্বপন সরকার।বিশিষ্ট সমাজসেবী স্বপন সরকার বলেন হরিহরপুর লোক নাথ সেবাশ্রম ও কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের যৌথ উদ্দ্যেগে এইবার তারা প্রথম চক্ষু শিবিরের আয়োজন  করলেন।
হরিহরপুর লোকনাথ সেবাশ্রম এর পূর্বে প্রতিবারর রক্ত দান শিবিরের আয়োজন করে থাকেন।চক্ষু পরীক্ষা শিবিরের মত সমাজসেবা মূলক এই ধরনের কাজ তারা করতে পেরে ভীষণ খুশি হয়েছেন।বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা অভিজিৎ ভৌমিক এক সাক্ষাৎকারে বলেন তিনি  একজন চক্ষু বিশেষজ্ঞ হয়ে এই ধরনের  সমাজ সেবা মূলক কাজের সাথে যুক্ত হতে পেরে তিনি একজন চিকিৎসক হিসাবে গর্ববোধ বোধ করেন।
হরিহরপুর লোকনাথ সেবাশ্রমের সভাপতি প্রদীপ কুন্ডু বলেন তাদের লোকনাথ সেবাশ্রম সমিতি সারা বছর ধরেই নানান ধরনের সমাজের সেবা মূলক কাজের সাথে যুক্ত থাকে।সমাজের দরিদ্র মানুষদের সেবার  কোন বিকল্প নেই।
কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের সম্পাদক দিবেন্দ্যু চৌধরী বলেন তাদের সংস্থা সমাজের এক গুরুত্ব পূর্ণ ভূমিকা কয়েক দশক ধরে পালন করে আসছে।
এই ধরনের সমাজসেবাবমূলক কাজের সাথে থেকে সমাজের কিছু কাজে লাগতে পাড়ায় নিজেকে ধন্য মনে করি।উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের সভাপতি দেবব্রত কর,লায়ন সুদীপ ভট্টাচার্য,লায়ন অরুন বোস, সিহল আশ্রমের মহারাজ স্বামী শুদ্ধানন্দ মহারাজ,ভানু কিশোর শর্মা সহ বিশিষ্ট ব্যক্তিগণ।এই অনুষ্ঠানে লোকনাথ মন্দির প্রাঙ্গনে বেশ কিছু বৃক্ষ রোপনও করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *