কুশমণ্ডি বাম দলে ব্যাপক ভাঙন,১১০টি বাম পরিবারের সদস্যরা বিজেপিতে যোগ দিল
1 min read
তপন চক্রবর্তী—উত্তর দিনাজপুর–দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি বাম শিবিরে ব্যাপক ভাঙন।রবিবার কুশমণ্ডি ব্লকের নকন্না বুথের বাম সমর্থকদের ১১০টি পরিবারের সবাই বিজেপি দলে যোগ দেয় বলে জানান কুশমান্ডি বিধান সভার বিজেপির সংযোজক তাপস চন্দ্র রায়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
যোগদানের সভায় উপস্থিত ছিলেন বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির সদস্য অর্ধেন্দু বিকাশ পুততুনদু ,মন্ডল সভাপতি লাখিন্দর সরকার, যুবসভাপতি রাজেশ সরকার,মহিলা মোর্চার সভাপতি কুমকুম বর্মা সরকার সহ বিজেপির বহু সমর্থকেরা।জানা যায় দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন স্থানের সাথে প্রায় প্রতিদিন তৃণমূল সহ বিভিন্ন দল ভেঙে বিজেপি দলে যোগদানের হিড়িক পরে গেছে।জানা যায় বেশ কয়েকজন তৃণমূলের বড় মাপের নেতারাও ঝোপ বুঝে কোপ মারার জন্য একপায়ে দাঁড়িয়ে আছে বলে বিশ্বস্ত সূত্রের খবরে জানা যায়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});