October 25, 2024

‘অমর্ত্য সেনের কথায় মমতা কোন দিন প্রধানমন্ত্রী হবে না’, বীরভূমে এসে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

1 min read

‘অমর্ত্য সেনের কথায় মমতা কোন দিন প্রধানমন্ত্রী হবে না’, বীরভূমে এসে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

 

 ‘অমর্ত্য সেনের কথায় মমতা কোন দিন প্রধানমন্ত্রী হবে না’, বীরভূমে এসে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি, পঞ্চায়েত ভোট প্রসঙ্গে রাজ্যপালের মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘রাজ্যপাল ধীরে ধীরে ট্রাকে ফিরছেন।’ এদিন, বীরভূমের কোটাসুরে একটি জনসভা করেন শুভেন্দু অধিকারী।নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের জমি বিতর্ক এখন চর্চার বিষয়। এমনকি, জমি বিতর্কে ভারতরত্নের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

 

প্রসঙ্গত, এর আগে একটি সাক্ষাৎকারে অমর্ত্য সেন বলেছিলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য। তবে বিজেপি বিরোধী শক্তিগুলিকে একত্রিত করে নেত্রীত্ব দেওয়ার সেই যোগ্যতা উনি প্রমাণ করতে পারেননি৷”অধ্যাপক অমর্ত্য সেনের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসংশা ও জমি বিতর্ক প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “অমর্ত্য সেন সিনিয়র সিটিজেন। কোভিড পরিস্থিতিতে ওনাকে দেখা যায়নি৷ কোভিডের সময় উনি চাল-ডাল দিলে ওনাকে মনে রাখত মানুষ। আর আমি আগেই বলেছি স্যাণ্ডো গেঞ্জির যেদিন বুক পকেট হবে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন প্রধানমন্ত্রী হবে। অমর্ত্য সেনের কথায় মমতা কোন দিন প্রধানমন্ত্রী হবে না।”উল্লেখ্য, এদিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে সাক্ষাতের পরে রাজ্যপাল সিভি আনন্দ বোস স্পষ্ট বার্তা দেন, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কোন রকম ভোট কারচুপি, সন্ত্রাস বরদাস্ত করা যাবে না। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্রাপে পড়ে গিয়েছিলেন৷ ধীরে ধীরে ট্রাকে আসছেন৷ প্রধানমন্ত্রীর সুনাম করছেন, এদিন পঞ্চায়েত ভোট নিয়ে একথা বলেছেন।”
তিনি আরও বলেন, “একটা হেলিকপ্টার বা এরোপ্লেন হঠাৎ করে নিচে নামে না৷ ধীরে ধীরে নামে। সেই রকমই রাজ্যপাল ধীরে ধীরে ট্রাকে আসছেন। এটা ভালো দিক।”

1 thought on “‘অমর্ত্য সেনের কথায় মমতা কোন দিন প্রধানমন্ত্রী হবে না’, বীরভূমে এসে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *