দুর্নীতি এবং আইনশৃঙ্খলার প্রশ্নে জিরো টলারেন্স নীতি নিয়ে চলবেন, সাফ জানালেন রাজ্যপাল
1 min readদুর্নীতি এবং আইনশৃঙ্খলার প্রশ্নে জিরো টলারেন্স নীতি নিয়ে চলবেন, সাফ জানালেন রাজ্যপাল
দুর্নীতি এবং আইনশৃঙ্খলা রক্ষার প্রশ্নে তিনি জিরো টলারেন্স নীতি নিয়ে চলবেন বলে রাজ্যপাল সিভি আনন্দ বোস জানিয়েছেন। আসন্ন পঞ্চায়েত নির্বাচন যাতে অবাধ ও শান্তিপূর্ণ হয় তা নিশ্চিত করা হবে বলে তিনি আশ্বস্ত করেছেন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠকে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি নিয়ে একাধিক অভিযোগ পাওয়ার পর এ ব্যাপারে নিজের অবস্থান স্পষ্ট করেছেন রাজ্যপাল। রাজভবন থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে মাস দুয়েক আগে দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজ্যপাল নাগরিকদের সাংবিধানিক অধিকার রক্ষা,আইনের শাসন প্রণয়ন এবং মানুষের সার্বিক কল্যাণ এর লক্ষ্যে কাজ করে চলেছেন।
আইনশৃঙ্খলা রক্ষার প্রশ্নে তিনি সদা সময়োচিত এবং সক্রিয় ভূমিকা গ্রহণ করবেন।পাশাপাশি রাজ্যপাল জানিয়েছেন রাজ্যের লোকায়ুক্ত নিয়োগ নিয়ম মেনে হয়নি। সে কারণে রাজ্যপাল তাকে শপথ বাক্য পাঠ করানোর ব্যাপারে আপত্তি জানিয়েছিলেন। সরকারকে তিনি এই সংক্রান্ত আইন পরিবর্তনের নির্দেশ দিয়েছেন এবং তা মেনে নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে রাজ্যপাল কে সরিয়ে মুখ্যমন্ত্রী কে নিযুক্ত করার সিদ্ধান্তও কার্যকর করা হচ্ছে না। ইউজিসির বিধি না মেনে যে সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের মেয়াদ বাড়ানো হয়েছে তাদের ব্যাপারেও আইন মেনে দ্রুত পদক্ষেপ করা হবে বলে রাজ্যপাল জানিয়েছেন।
промокод мелбет без депозита Click Here:👉 https://caravela.coffee/pages/promokod_melbet_pri_registracii_na_pervuy_depozit.html
ADOBE PREMIERE PRO CRACK | FEBRUARY 2023 UPLOAD https://youtu.be/nJhhKTPbsM4