কালিয়াগঞ্জে মতুয়া মহা সংঘের ধিক্কার মিছিল_
1 min readকালিয়াগঞ্জে মতুয়া মহা সংঘের ধিক্কার মিছিল
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ১২ ফেব্রুয়ারি:রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরে মতুয়া মহা সংঘের একটি ধিক্কার মিছিল বের হয়।মিছিলটি শেঠ কলোনির ফায়ারব্রিগেড দপ্তরের সামনে থেকে বেরিয়ে বিবেকানন্দ মোড় এবং সুকান্ত মোড় হয়ে কিছুক্ষণের জন্য পথ অবরোধ করে সুকান্ত মোড়ে।
মতুয়া মহা সংঘের কেন্দ্রীয় কমিটির সম্পাদক বলেন গত৩১জানুয়ারি রাজ্যের মুখ্য মন্ত্রী মমতা বন্দোপাধ্যায় মতুয়া মহাসংঘের ধর্ম গুরু স্বর্গীয় হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুর সম্পর্কে মালদার গাজোলে প্রকাশ্য জনসভায় ব্যাঙ্গাত্মক শব্দ ব্যাবহার করায় মতুয়া সম্প্রদায়ের দেশ ও বিদেশের ভক্তরা মুখ্যমন্ত্রীর এই ধরনের ব্যাবহারের প্রচন্ড ক্ষোভ প্রকাশ করে।আমরা আজ তারই প্রতিবাদে ধিক্কার মিছিল বের করা হয়।মতুয়া সম্প্রদায়ের পক্ষ থেকে বলা হয় মুখ্য মন্ত্রীর এই ভুলের জন্য তাকে দুঃখ প্রকাশ করবার জন্য অনুরোধ জানিয়েছেন।
ADOBE PREMIERE PRO CRACK | FEBRUARY 2023 UPLOAD https://youtu.be/nJhhKTPbsM4