October 26, 2024

ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চব্বিশ ঘন্টার জন্য চিকিৎসকের ব্যবস্থা করতে হবে দাবি জানাল DYFI

1 min read
মুতাহার কামাল ইসলামপুর : ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চব্বিশ ঘন্টার জন্য চিকিৎসকের ব্যবস্থা করতে হবে এবং দিন রাত্রি ব্লাড ব্যাংক চালু রাখতে হবে। সংশ্লিষ্ট বিষয় গুলি সহ চার দফা দাবিতে সরব হয়ে হাসপাতালের সুপারকে স্মারকলিপি দিল DYFI ও SFI এর উত্তর দিনাজপুর জেলা কমিটি।DYFI জেলা সম্পাদক কার্তিক দাস জানান, সংশ্লিষ্ট বিষয় গুলির পাশাপাশি স্মারকলিপিতে হাসপাতাল কর্মীদের কর্তব্যরত অবস্থায় পরিচয় পত্র ব্যবহার করা এবং অবিলম্বে ট্রমা কেয়ার সেন্টার চালু করার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। অন্যদিকে এদিনই পৃথকভাবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ইসলামপুর ডিপো ইনচার্জকে চার দফা দাবিতে স্মারক লিপি দিল DYFI ও SFI ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

বিকেল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত রায়গঞ্জ থেকে ইসলামপুর পর্যন্ত বাস পরিষেবা চালু করতে হবে এবং স্থানীয় গুঞ্জরিয়া বাজারে স্টপেজ দিতে হবে। এই দুটি বিষয় সহ ওই স্মারকলিপিতে পড়ুয়াদের অর্ধেক ভাড়ায় যাতায়াতের বিষয়েও দাবি জানানো হয়েছে।অবিলম্বে দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন শুরু করবার হুঁশিয়ারি দিয়েছেন SFI সংগঠনের জেলা সভাপতি শুভঙ্কর কর্মকার। উপস্থিত ছিলেন যুব নেতা গৌতম বর্মন ও তাপস দাস প্রমুখ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *