October 26, 2024

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকে অনুষ্ঠিত হলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কৃতি বিদ্যার্থী সংবর্ধনা অনুষ্ঠান

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

কমল কুমার বিশ্বাস(বালুরঘাট)30শে জুলাই:-দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকে অনুষ্ঠিত হলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের  কৃতি বিদ্যার্থী সংবর্ধনা অনুষ্ঠান। গোপালগঞ্জ রঘুনাথ উচ্চবিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে কুমারগঞ্জ ব্লকের  বিভিন্ন স্কুলের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ  কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা এবং শুভেচ্ছা জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। প্রায় 60 জন ছাত্রছাত্রীকে বই,মেডেল,  সার্টিফিকেট, দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।গতবছরও কৃতি বিদ্যার্থী সম্বর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে কুমারগঞ্জ ব্লকের বিভিন্ন স্কুলের কৃতি ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা দিয়েছিল এবিভিপি ।এবারও এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা তাদের ধারাবাহিকতা বজায় রাখলো ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

প্রসঙ্গত উল্লেখ্য  এবিভিপি-র 70 তম প্রতিষ্ঠা বর্ষ উপলক্ষে সারা রাজ্যজুড়ে প্রতিটি ব্লকে এই রকম কৃতী বিদ্যার্থী সম্বর্ধনা অনুষ্ঠান করা হচ্ছে। রাজ্যজুড়ে 10000 কৃতি ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা দেবার প্রস্তুতি নিয়েছে এবিভিপি বলে সংগঠন সূত্রে জানা গেছে। দক্ষিণ দিনাজপুর জেলায় এর আগে  21 ও 22শে জুলাই বালুরঘাট ও বুনিয়াদপুরেও এই ধরনের সম্বর্ধনা অনুষ্ঠান  হয়ে গেছে। জেলায় মোট 400 জনকে সম্বর্ধনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের  দক্ষিণ দিনাজপুর জেলা সংযোজক অতনু দাস ,জেলা সহ সংযোজক প্রশান্ত মহন্ত  জেলা এস.এফ.ডি প্রমুখ  জ্যোতিষ বর্মন সহ ব্লক স্তরের বিভিন্ন নেতৃবৃন্দ।জেলা সহ-সংযোজক প্রশান্ত মহন্ত বলেন রাজ্য স্তরে সংবর্ধনার সুযোগ সমস্ত ছাত্রছাত্রী পায় না, তাই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সেই সমস্ত পিছিয়ে পড়া এলাকার ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দিয়ে তাদের উৎসাহ বৃদ্ধি করার জন্য এই ধরনের কার্যক্রম আয়োজন করেছে।আমরা আগামী বছর গুলোতেও এভাবেই তাদের পাশে থাকতে চাই।সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমও অনুষ্ঠিত হয় ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *