বর্ণাঢ্য শোভা যাত্রায় মায়াপুর থেকে আগত বিদেশি ভক্তবৃন্দের মহানাম সংকীর্তনে কালিয়াগঞ্জ শহর যেন বৃন্দাবন ধামের চেহারা নিল
1 min readবর্ণাঢ্য শোভা যাত্রায় মায়াপুর থেকে আগত বিদেশি ভক্তবৃন্দের মহানাম সংকীর্তনে কালিয়াগঞ্জ শহর যেন বৃন্দাবন ধামের চেহারা নিল
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৪ ফেব্রুয়ারি:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের মহেন্দ্রগঞ্জ নাট মন্দির প্রাঙ্গনে আগামী রবিবার ভোর থেকে শুরু হতে চলেছে কালিয়াগঞ্জ ৬৪ প্রহর নামযজ্ঞ সমিতির উদ্যোগে আটদিন ব্যাপী তারক ব্রহ্ম মহানাম সংকীর্তন।সেই উপলক্ষে শনিবার সকালে কালিয়াগঞ্জ শহরে একটি বর্ণাঢ্য শোভা যাত্রা মহাপ্রভুর পাদুকা মাথায় নিয়ে সারা শহর পরিক্রমা করে।বর্ণাঢ্য শোভা যাত্রায় যেমন মায়াপুর থেকে আগত বিদেশি ভক্তরা নৃত্যের তালে তালে হরিনাম সংকীর্তন গেয়ে থাকে,তেমনি এই বর্ণাঢ্য শোভা যাত্রায় অংশগ্রহণ করেন একটি বিশেষ সম্প্রদায়ের মহিলারা ছাড়াও অংশগ্রহণ করেন এলাকার সুসজ্জিত আদিবাসী নৃত্যের দল।
শোভাযাত্রায় জাতিধর্ম নির্বিশেষে হাজার হাজার ভক্ত প্রানা মানুষের ঢল নামায় কালিয়াগঞ্জ শহর যেন মিনি বৃন্দাবন ধামে পরিণত হয়।বর্ণাঢ্য শোভাযাত্রার অংশ গ্রহন করেন কালিয়াগঞ্জ এর বিধায়ক সৌমেন রায় ,কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা, উপ পৌরপিতা ঈশ্বর রজক,সমস্ত তৃণমূলের কমিশনারগন,
তেমনি উপস্থিত ছিলেন পৌর সভার বিরোধী দল নেতা বিজেপির কার্তিক চন্দ্র পাল সহ বিজেপির অপর পাঁচ কমিশনারগন।কালিয়াগঞ্জ ৬৪ প্রহর নামযজ্ঞ সমিতির শোভাযাত্রায় কালিয়াগঞ্জ শহরের সর্বস্তরের মানুষের অংশগ্রহনে শনিবার থেকেই কালিয়াগঞ্জ শহরের মহেন্দ্র গঞ্জ নাটমন্দির প্রাঙ্গণ যেন মিনি বৃন্দাবন ধামের রূপ নেয়।সংস্থার সভাপতি সুনীল সাহা বলেন তাদের এই আটদিনের উৎসব সর্বস্তরের মানুষের সহায়তায় হয়ে আসছে বিগত ৭০ বছর ধরে।সংস্থার সম্পাদক প্রকাশ কুন্ডু বলেন আগামী কাল ভোর থেকে আট দিন ব্যাপী তারক ব্রহ্ম মহানাম শুরু হবে।প্রকাশ কুন্ডু বলেন সারা রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিশিষ্ট হরিনাম সংকীর্তন এর দল বিভিন্ন নির্দিষ্ট সময়ে মহা নাম সংকীর্তন পরিবেশন করবেন।মহা নাম সংকীর্তনের মাঝেই চলবে মহা যজ্ঞের অনুষ্ঠান। এবারের বিশেষ আকর্ষণ মায়া পুর থেকে ইসকনের কীর্তনের দলের নাম সংকীর্তন বলে জানালেন সংস্থার সম্পাদক প্রকাশ কুন্ডু।