মুখ্যমন্ত্রীর মুকুটে ফের ডি’লিট সম্মান , CU-এর পর এবার সেন্ট জেভিয়ার্স
1 min readমুখ্যমন্ত্রীর মুকুটে ফের ডি’লিট সম্মান , CU-এর পর এবার সেন্ট জেভিয়ার্স
দ্বিতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ( Mamata Banerjee) আবারও ডি’লিট সম্মান দেওয়া হচ্ছে একটি শিক্ষা প্রতিষ্ঠানের তরফ থেকে। পূর্বেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে মমতা বন্দোপাধ্যায়কে ডি’লিট দেওয়া হয়েছিল।আর এবার সেই জায়গায় মুখ্যমন্ত্রীকে সম্মান প্রদান করছে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় ( St. Xavier’s University) । ৬ ফেব্রুয়ারি অর্থাত্ আগামী সোমবার সেন্ট জেভিয়ার্সে এই একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । যে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোস ( C V Ananda Bose) ।বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে জানানো হয়েছে যে, সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি তৈরির সময় থেকে শুরু করে এই বিশ্ববিদ্যালয়ের প্রতি মুখ্যমন্ত্রীর অবদান এবং বাংলার উচ্চ শিক্ষার অগ্রগতিতে তাঁর ভূমিকা অপরিসীম। তার জন্যেই তাঁকে এই সম্মান প্রদান করা হবে।
২০১৭ সালে সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি নিজের যাত্রা শুরু করেছিল কলকাতার বুকে। নিউটাউনে এই বিশ্ববিদ্যালয়ের জন্য জমি বরাদ্দ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে মুখ্যমন্ত্রী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।অন্যদিকে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের এই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন তাদের আচার্য ফাদার রাফায়েল জে হাইড । যদিও সরকারি বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয় যেমন সেন্ট জেভিয়ার্সের ভিজিটর তিনি। কাজেই রাজ্যপালের উপস্থিতিতে মুখ্যমন্ত্রীকে ডি’লিট প্রদানের কাজটি কার হাত দিয়ে হবে এই বিষয়ে যদিও স্পষ্ট কোন তথ্য সেন্ট জেভিয়ার্সের কর্তৃপক্ষ প্রকাশ করেনি। জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর বক্তৃতার ব্যবস্থা করা হয়েছে । সেদিন এছাড়াও সেই অনুষ্ঠানে প্রায় ৭৭০ জন পড়ুয়াকে শংসাপত্র দেওয়া হবে।উল্লেখ্য, ২০১৮ সালের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে সাম্মানিক ডি’লিট প্রদান করা হয়েছিল । সেই সময় বাংলার রাজ্যপাল পদে ছিলেন কেশরীনাথ ত্রিপাঠী। তিনিই নিজের হাতে ডি’লিট সম্মান তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে।