অমৃত ভারত রেল স্টেশনের তালিকায় কালিয়াগঞ্জ স্টেশনের নাম অন্তর্ভুক্ত
1 min readঅমৃত ভারত রেল স্টেশনের তালিকায় কালিয়াগঞ্জ স্টেশনের নাম অন্তর্ভুক্ত
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৩ জানুয়ারি:উত্তরপূর্ব সীমান্ত রেলের অধীন ১৫ টি রেল স্টেশনকে ভারত সরকারের রেল দপ্তর অমৃত ভারত রেল প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে। যার মধ্যে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ও আলুয়াবারি রেল স্টেশনের নাম অন্তর ভুক্ত হওয়ায় কালিয়াগঞ্জ ও ইসলামপুর শহরে খুশির হাওয়া বইছে।কাটিহার ডিভিশনের ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার সুশীল কুমার সাংবাদিকদের বলেন উত্তরপূর্ব সীমান্তের মোট ১৫ টি রেলস্টেশন অমৃত ভারত রেল স্টেশনের আওতায় আনা হয়েছে
।তিনি বলেন এখনো অনেক রেল স্টেশন সাবেক যুগের অবস্থায় রয়েছে।কিন্তু এই রেল স্টেশনগুলো যেগুলো অমৃত ভারতের আওতায় আনা হয়েছে সেই রেল স্টেশনগুলোর খোল নালছে পাল্টিয়ে দিয়ে যাত্রী সুরক্ষা,যাত্রী নিরাপত্তা এবং যাত্রী স্বচ্ছন্দের উপর ব্যাপক গুরুত্ব দিয়ে এই সমস্ত স্টেশনকে উন্নত করা হবে বলে তিনি জানান। জানা যায় রেলের বিভাগীয় আধিকারিক ডি আর এমের কাছে নির্দেশ চলে এসেছে।বলা হয়েছে অমৃত ভারত স্টেশনের সমস্ত পুরাতন বিল্ডিং সরিয়ে দিয়ে নূতন ধরনের বিল্ডিং করতে হবে,থাকবেনা কোন পুরাতন কোন ধরনের স্টেশন চত্বরে পুরনো বিল্ডিং।স্টেশনের পাশে সুদৃশ্য পার্ক,থাকবে স্টেশনে উত্তর দিনাজপুর জেলার লোক সংস্কৃতির নিদর্শন ধরে রাখা হবে।সেই সাথে পর্যাপ্ত পরিমাণে থাকবে আলোর ব্যাবস্থা,প্রচুর পরিমাণে বৃক্ষ লাগানোর ব্যাবস্থাও থাকবে ।রেল স্টেশনে সিনিয়র সিটিজেনদের বসবার জায়গার ব্যাবস্থা থাকবে।থাকবে উন্নতমানের বা অত্যাধুনিক টয়লেটের ব্যাবস্থা।কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পতি এক সাক্ষাৎকারে বলেন এই বিশাল খবর আপনার কাছে শুনে আমি ভীষন খুশী হয়েছি।কালিয়াগঞ্জ স্টেশন অমৃত ভারত প্রকল্পের অন্তর্ভুক্ত হবার ফলে কালিয়াগঞ্জ স্টেশনের খোলনালচে পাল্টে যাবে।শুধু তাই নয় স্টেশন এলাকার উন্নয়ন মানেই আমাদের কালিয়াগঞ্জ শহরের উন্নয়ন।যা শুনলাম ত হলে কালিয়াগঞ্জ শহরের চেহারাটাই পাল্টে যাবে।আমরা চাই উন্নয়ন যেই করুক উন্নয়ন হোক। কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পতি রাম নিবাস সাহা এক সাক্ষাৎকারে বলেন এই বিশাল খবর আপনার কাছে শুনে আমি ভীষন খুশী হয়েছি।কালিয়াগঞ্জ স্টেশন অমৃত ভারত প্রকল্পের অন্তর্ভুক্ত হবার ফলে কালিয়াগঞ্জ স্টেশনের খোলনালচে পাল্টে যাবে।শুধু তাই নয় স্টেশন এলাকার উন্নয়ন মানেই আমাদের কালিয়াগঞ্জ শহরের উন্নয়ন।যা শুনলাম এসব হলে কালিয়াগঞ্জ শহরের চেহারাটাই পাল্টে যাবে।আমরা চাই উন্নয়ন যেই করুক উন্নয়ন হোক।