December 31, 2024

বিশ্বের জনপ্রিয় নেতা প্রধানমন্ত্রী মোদী! জরিপে পিছিয়ে বাইডেন, সুনাক, ম্যাক্রো সহ ২২টি দেশের প্রবীণরা

1 min read

বিশ্বের জনপ্রিয় নেতা প্রধানমন্ত্রী মোদী! জরিপে পিছিয়ে বাইডেন, সুনাক, ম্যাক্রো সহ ২২টি দেশের প্রবীণরা

দিন দিন বাড়ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা। শুধু ভারতেই নয়, বিদেশেও প্রধানমন্ত্রী মোদীর মুগ্ধতা দেখা যাচ্ছে। মর্নিং কনসাল্টের সর্বশেষ জরিপে এটি দৃশ্যমান। সমীক্ষা অনুযায়ী, জনপ্রিয়তার নিরিখে ২২টি দেশের প্রবীণ নেতাদের পিছনে ফেলেছেন প্রধানমন্ত্রী মোদী। সর্বশেষ সমীক্ষায়, পিএম মোদী ৭৮ শতাংশের অনুমোদন রেটিং পেয়েছেন।’মর্নিং কনসাল্ট’-এর এই রেটিং ২৬ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারির মধ্যে। এই তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর দ্বিতীয় স্থানে রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট লোপেজ ওব্রাডোর। তার অনুমোদনের রেটিং ৬৮ শতাংশ। এরপর তিন নম্বরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবেনিজ, যার রেটিং ৫৮%। চার নম্বরে রয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

মেলোনির রেটিং ৫২ শতাংশ।ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা ৫০ শতাংশ অনুমোদন রেটিং নিয়ে এই তালিকায় ৫ নম্বরে রয়েছেন। আশ্চর্যজনকভাবে এই তালিকায় ছয় নম্বরে রয়েছেন ‘সুপার পাওয়ার’ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার রেটিং ৪০ শতাংশ। তার পরেই আসে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নাম। তার রেটিংও ৪০ শতাংশ।এই তালিকায় দশম স্থানে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বিশ্ব নেতাদের মধ্যে তার রেটিং ৩০ শতাংশ। একইসঙ্গে এই তালিকায় একাদশ স্থানে রয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তার রেটিং ২৯ শতাংশ।মর্নিং কনসাল্ট প্রতিদিন ২০০০০ টিরও বেশি বিশ্বব্যাপী সাক্ষাত্‍কার পরিচালনা করে। সাক্ষাত্‍কারে প্রাপ্ত উত্তরের ভিত্তিতে বৈশ্বিক নেতা সম্পর্কে তৈরি ডেটা প্রস্তুত করা হয়। আমেরিকায় এর নমুনার আকার ৪৫০০০ হাজার। অন্যদিকে, অন্যান্য দেশের নমুনার আকার ৫০০ থেকে ৫০০০ এর মধ্যে। বয়স, লিঙ্গ, অঞ্চল এবং কিছু দেশে শিক্ষার ভিত্তিতে প্রতিটি দেশে সমীক্ষার ওজন করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে, জাতি এবং জাতিগত ভিত্তিতেও জরিপ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..