December 31, 2024

কালিয়াগঞ্জ তারকব্রহ্ম মহানাম হরিনাম সংকীর্তনে ভক্তদের আনন্দ দিতে ময়াপুরের বিদেশি ভক্তদের আগমন

1 min read

কালিয়াগঞ্জ তারকব্রহ্ম মহানাম হরিনাম সংকীর্তনে ভক্তদের আনন্দ দিতে ময়াপুরের বিদেশি ভক্তদের আগমন

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২ জানুয়ারি: উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ মহেন্দ্রগঞ্জ নাট মন্দির প্রাঙ্গনে আগামী ৫ই ফেব্রুয়ারি ভোর থেকে শুরু হতে চলেছে কালিয়াগঞ্জ ৬৪ প্রহর নাম যজ্ঞ উৎসব কমিটির উদ্যোগে আট দিন ব্যাপী তারক ব্রহ্ম মহানাম সংকীর্তন।কালিয়াগঞ্জ ৬৪প্রহর নাম যজ্ঞ কমিটির সাধারন সম্পাদক প্রকাশ কুন্ডু জানান এই উৎসব উপলক্ষে আগামী ৪ঠা ফেব্রুয়ারি সকল নয়টায় মহাপ্রভুর পাদুকা নিয়ে একটি শোভা যাত্রা কালিয়াগঞ্জ শহর প্ররিক্রমা করবে।

 

এই শোভাযাত্রায় নদীয়ার মায়াপুরের ইসকন মন্দিরের ১৬ জন বিদেশি ভক্ত শোভাযাত্রায় পথ প্ররিক্রমায় অংশ্রহণ করবে বলে প্রকাশ কুন্ডু জানান। কালিয়াগঞ্জ ৬৪ প্রহর নাম যজ্ঞ কমিটির অন্যতম ব্যক্তি স্বপন সাহা জানান তাদের এই উৎসব এবার ৭০ তম বর্ষে পদার্পণ করতে চলেছে। কালিয়াগঞ্জ ৬৪ প্রহর নাম যজ্ঞ কমিটির অন্যতম কর্মকর্তা স্বপন সাহা জানান তাদের এই উৎসব এবার ৭০ তম বর্ষে পদার্পণ করতে চলেছে।স্বপন সাহা বলেন নাম সংকীর্তন আট দিন ধরে চলার সাথে সাথে নাট মন্দির প্রাঙ্গনে শিশুদের জন্য বিশাল আকারের মেলা বসছে। যেখানে থাকছে নাগরদোলা, বিভিন্ন ধরনের হরেক রকম প্রশাধনী সামগ্রীর দোকান,থাকছে খেলনা সামগ্রীর দোকানের ব্যাবস্থা। মহা সংকীর্তনকে কেন্দ্র করে মহেন্দ্রগঞ্জ নাট মন্দির প্রাঙ্গনে চলছে সাজ সাজ রব। কালিয়াগঞ্জ নাট মন্দির প্রাঙ্গনে বারো মাসে তের পার্বন অনুষ্ঠিত হয়।সেই জন্য এই মহেন্দ্রগঞ্জ নাট মন্দিরকে এলাকার মানুষ মিনি বৃন্দাবন ধাম বলেই ডাকে।পূজা ছাড়াও প্রতি বছর মাঘী পূর্ণিমায় অনুষ্ঠিত হয় ৬৪ প্রহর ব্যাপী তারক ব্রহ্ম মহানামযজ্ঞ উৎসব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..