আবারও আন্তর্জাতিক ক্ষেত্রে সফলতা পেল রায়গঞ্জ। এবারের সাফল্য এল ২টো আন্তর্জাতিক সন্মানের হাত ধরে
1 min readআবারও আন্তর্জাতিক ক্ষেত্রে সফলতা পেল রায়গঞ্জ। এবারের সাফল্য এল ২টো আন্তর্জাতিক সন্মানের হাত ধরে
আবারও আন্তর্জাতিক ক্ষেত্রে সফলতা পেল রায়গঞ্জ। এবারের সাফল্য এল ২টো আন্তর্জাতিক সন্মানের হাত ধরে। রায়গঞ্জের প্রযোজক গোপাল চন্দ্র অধিকারীর সিনেমা ‘জয়ী’ গ্যাংটক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে ছিনিয়ে নিয়ে আসল সেরা প্রযোজকের সন্মান, পাশাপাশি, দিব্যাঙ্গদের নিয়ে তৈরী সেরা সিনেমার শিরোপাও জুটেছে ‘জয়ী’র ঝুলিতে। এই সন্মান প্রাপ্তি উপলক্ষে রায়গঞ্জে নিজের বাড়িতেই সাংবাদিকদের সাথে মিলিত হয়ে এই সফলতার কথা শোনান গোপাল চন্দ্র অধিকারী। জানা গেছে, সম্প্রতি সিকিমের গ্যাংটকে অনুষ্ঠিত হয় গ্যাংটক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
সেখানেই ২টি পুরস্কার পায় রায়গঞ্জের প্রযোজক গোপাল চন্দ্র অধিকারীর বাংলা সিনেমা জয়ী। গোপাল বাবু বলেন, এই ২টো পুরস্কারের একটি বেস্ট প্রডিউসার অপরটি বেস্ট ফিল্মস অন ডিসঅ্যাবিলিটি ইস্যু। এর আগে, রায়গঞ্জে শ্যুটিং চলাকালীন গোপাল বাবু জানিয়েছিলেন, এবার তাঁর লক্ষ্য আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়া। সেই লক্ষ্যকে সামনে রেখেই জেলার প্রযোজক গোপাল চন্দ্র অধিকারী রায়গঞ্জেই শুরু করেন বাংলা চলচ্চিত্রের শুটিং। তিনি বলেন, এই সিনেমায় ৩টি গল্প একসাথে গল্পের মত মালার আকারে সাজানো হয়েছে। এতে যেমন কোলকাতা থেকে টালিগঞ্জের কলা কুশলীরা অংশ নিয়েছেন, তেমনি মধ্যপ্রদেশের শিল্পীও অংশ নিয়েছিলেন। এর শুট হয়েছে রায়গঞ্জ, দুধিয়া, দার্জিলিং, রানীগঞ্জ, আসানসোল, কোলকাতার উত্তরপাড়ায়। রায়গঞ্জে গোপাল বাবু, নিজের সুবিশাল বাড়িকেই শুটিংয়ের জন্য ব্যবহার করেছেন। তিনি জানান, কমপক্ষে ৩৫ লক্ষ টাকা ব্যয় করে তৈরি করা, এই আন্তর্জাতিক মানের ছবিতে তিনি শহর এবং শহরতলীর বহু শিল্পীদের পারিশ্রমিক দিয়ে অভিনয়ের সুযোগ দিয়েছেন। এই সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েছেন কালিয়াগঞ্জের খুদে শিল্পী শিবরঞ্জনী বন্দ্যোপাধয়ায় সহ প্রখ্যাত অভিনেতা বিশ্বনাথ বসু, মধ্যপ্রদেশের শিল্পী সঞ্জয় মহানন্দ প্রমুখ।