October 23, 2024

প্রকাশিত হল অধ্যাপক ড:বিপুল মণ্ডল ও অধ্যাপক অজয় কুমার ঝাঁ সম্পাদিত “সমাজ জাগরণ ও গন আন্দোলনে উত্তরবঙ্গ”

1 min read

প্রকাশিত হল অধ্যাপক ড:বিপুল মণ্ডল ও অধ্যাপক অজয় কুমার ঝাঁ সম্পাদিত “সমাজ জাগরণ ও গন আন্দোলনে উত্তরবঙ্গ”

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ২৮ জানুয়ারি:বঙ্গ সংস্কৃতি ও ইতিহাস অনুসন্ধান পরিষদ এর প্রথম নিবেদন “সমাজ জাগরণ ও গণ আন্দোলনের উত্তরবঙ্গ” এই গ্রন্থটির প্রতিটি প্রবন্ধই এক একটি গবেষণালব্ধ রচনা যার মধ্যে এমন অনেক বিষয় স্থান পেয়েছে যা কোন দিন আলোচনা হয়নি।সম্প্রতি অধ্যাপক ড:বিপুল মণ্ডল ও অধ্যাপক অজয় কুমার ঝাঁ সম্পাদিত সমাজ জাগরণ ও গন আন্দোলনে উত্তরবঙ্গ গ্রন্থটি প্রকাশিত হল কালিয়াগঞ্জ প্রেস ক্লাবে।গ্রন্থটির প্রতিটি প্রবন্ধই গবেষনাধর্মী এবং মৌলিক।বিভিন্ন বিষয়ে নবীন।ও প্রবীণ প্রবন্ধকার ক্ষেত্র সমীক্ষা গবেষনাধর্মী ও মৌলিক ফসল হল সমাজ জাগরণ ও গন আন্দোলনে উত্তরবঙ্গ। গ্রন্থটিতে মোট ২১ টি প্রবন্ধ রয়েছে।তবে গ্রন্থগুলোতে অনেক ত্রুটি ও সীমাবদ্ধতাও রয়েছে।সমাজ জাগরণ ও গন আন্দোলনে উত্তরবঙ্গ গ্রন্থটিতে ড:আনন্দ গোপাল ঘোষ ও মোকছেদুল মিয়া লিখিত উনিশ ও বিশ শতকের সমাজ জাগরণ ও সংস্কারে শিক্ষার ভূমিকা যা তথ্য সম্বলিত একটি দলিল বলা যেতে পারে। উত্তরবঙ্গের বিভিন্ন জনজাতির জাগরণ ও গন আন্দোলন হয়ছে তার এটিহাসিক বিশ্লেষন অধিকাংশ প্রবন্দগুলিতে রয়েছে।আন্দোলনগুলোর কারন যেমন খোঁজা হয়েছে তেমনি সেই আন্দোলনের কোন গুরুত্ব এই অঞ্চলে কতটা ছিল তারও অনুসন্ধান করেছেন লেখনগন।

 

ড: বিপুল মণ্ডল ও অজয় কুমার ঝাঁ সম্পাদিত “সমাজ জাগরণ ও গন আন্দোলনে উত্তরবঙ্গ” গ্রন্থটিতে একদিকে যেমন প্রথিথযশা লেখকদের লেখা যেমন স্থান পেয়েছে তেমনি নূতন গবেষকদের লেখাও যথাযথ ভাবে স্থান পাবার ফলে গ্রন্থটির গুরুত্ব অনেকাংশেই বৃদ্ধি পাবে বলে ধারনা করা যেতেই পারে। ড:রত্না রায় সান্যাল রচিত উত্তরবঙ্গের নারী মুক্তি আন্দোলনের প্রেক্ষাপটে,স্বদেশী থেকে তেভাগা।প্রয়াত লেখক ধনঞ্জয় রায়ের ,বাংলার বিপ্লবী আন্দোলনে অনুশীলন ও যুগান্তর সমিতির ভূমিকা,অনিল কুমার সরকার রচিত নকশালবাড়ি আন্দোলনের ইতিহাস, শুভজয় রায় লিখিত অবিভক্ত উত্তরবঙ্গে ব্রাম্ম আন্দোলন উত্তরবঙ্গের এই সমস্ত বিষয়ের উপর তথ্য ভিত্তিক এই ধরনের একটি গ্রন্থের বিশেষ প্রয়োজন ছিল। ড:বিপুল মণ্ডল ও অজয় কুমার ঝার সম্মিলিত প্রচেষ্টায় ও সম্পাদনায় উত্তরবঙ্গের মানুষ এই গ্রন্থগুলি থেকে তাদের মনের ক্ষুদা মেটাতে পারবে বলে আশা করা যায়। উত্তরবঙ্গের অন্যান্য ইতিহাসের মত জাগরণ ও গন আনন্দলনের ইতিহাস যার গুরুত্ব অপরিসীম।প্রাচীন কাল থেকে বিশেষ করে পাল রাজাদের আমলে উত্তরবঙ্গের জনগন দিব্যক নামে এক ব্যক্তির নেতৃত্বে পাল রাজত্ব উৎখাত করে দুই পুরুষ এখানে শাসন করেছিলেন।তাকে গন আন্দোলন বলা যেতে পারে।সন্ধ্যাকর নন্দীর রাম চরিত কাব্য গ্রন্থ থেকে এই তথ্য আমরা পেতে পারি। ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পর উত্তরবঙ্গের মানুষেরা কি ভাবে ব্রিটিশ শাসন উৎখাত করার জন্য গন আন্দোলনে শামিল হয়েছিল তা উল্লেখ দাবিরাখে যদিও প্রবন্ধগুলো সাজানোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই ত্রুটি বিচ্যুতি বেশ কিছু ধরা পড়েছেগ্রন্থটিতে। সকলেই তথ্য সমৃদ্ধ লিখা লিখলেও তথ্যর উল্লেখ্য সমভাবে সম ভাবে সবাই তা করেনি।সমাজ জাগরণ ও গন আন্দোলনে উত্তরবঙ্গ গ্রন্থের সমাদক ড: বিপুল মণ্ডল জানান এই গ্রন্থটি পাঠ করে যদি কেউ উপকৃত হন তবেই তাদের শ্রম সার্থক হবে বলে তারা মনে করেন। বইটির বিনিম়য় মূল্য ২৫০টাকা।গন আন্দোলনে যারা অংশগ্রহণ করে জীবন দিয়েছেন তাদের প্রতি উৎসর্গ করা করা হয়েছে “সমাজ জাগরণ ও গন আন্দোলনে উত্তরবঙ্গ”গ্রন্থটির লেখক ড:বিপুল মণ্ডল কালিয়াগঞ্জ কলেজের অধ্যাপক।ইতিমধ্যেই বেশ কয়েকটি গ্রন্থ তিনি প্রকাশ করে উত্তরবঙ্গে ইতিমধ্যেই সুনাম অর্জন করেছেন। ড:বিপুল মণ্ডল দৈনিক সংবাদপত্র, সাময়িকপত্র পত্রিকা,লিটল ম্যাগাজিন স্মারক পত্রিকা,আন্তর্জাতিক জাতীয় ও আঞ্চলিক স্তরে তার অনেক লিখা প্রকাশিত হয়েছে। অপর দিকে গ্রন্থটির অপ ভার লেখক অজয় কুমার ঝাঁ সহকারী অধ্যাপক বালুরঘাট কলেজ।বিভিন্ন আন্তজাতিক,জাতীয় ও আঞ্চলিক পত্র পত্রিকায় তার বহু লিখা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এবং হচ্ছে ।তিনি পুণ্ড্র বর্ধন ইতিহাস ও সংস্কৃতি পরিষদ ,উত্তরবঙ্গ অনুসন্ধান পরিষদ ও ইতিহাস সংসদের মত বিভিন্ন সংস্থার সঙ্গে তিনি যুক্ত আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *