কালিয়াগঞ্জে যাত্রিক নাট্য গোষ্ঠীর নবতম প্রযোজনা “কুসুম কথা”-
1 min readকালিয়াগঞ্জে যাত্রিক নাট্য গোষ্ঠীর নবতম প্রযোজনা “কুসুম কথা”
তপন চক্রবর্তী কালিয়াগঞ্জ, ৩০ জানুয়ারি:উত্তরদিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের যাত্রিক নাট্য গোষ্ঠীর নবতম প্রযোজনা “কুসুম কথা”।কুসুম কথা কুসুম কথা নাটকের মধ্যে দিয়ে লেখক বলতে চাইছে ভালোবাসার অপর নাম অন্ধ। নাটক – কুসুম কথা, কাহিনী সূত্র মইন শেখ,নাটক নির্দেশনায় যাত্রীকের বিশিষ্ট অভিনেতা নন্দ কুমার ঘোঘোষ। কালিয়াগঞ্জ শহরের নাটকের একমাত্র রঙমঞ্চ নজমু নাট্য নিকেতনে এই নাটক দেখে নাটকের দর্শককুলদের একটাই আলোচ্য বিষয় ছিল যাত্রিক নাট্য গোষ্ঠীর নাটকের দল কি করে প্রতিটি নাটক শুধু কালিয়াগঞ্জ নয় দক্ষিণবঙ্গ সহ ওপার বাংলার বাংলাদেশের নাট্য পিপাসুদের হৃদয়েও স্থান করে নিতে পেরেছে?
কুসুম কথা নাটকে মূল চরিত্রে কুসুম ও তার কন্যা পুষ্পের ভূমিকায় সুস্মিতা বৈদ্য অসাধারন অভিনয় করেছেন।মকসেদের চরিত্রে গৌরাঙ্গ সাহা যতার্থ ভূমিকা পালন করে উপস্থিত দর্শকদের মন্ত্রমুগ্ধ করতে পেরেছেন।রফিকের ভূমিকায় সৌভিক পাল আশাতিত অভিনয় করে দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখতে সক্ষম হয়েছে বলা যায়। মেম্বারের চড়িত্রে শুভেন্দু চক্রবর্তী এবং চাং ব্যাঙের এর চরিত্রে সঞ্জয় গাঙ্গুলি ও কুসুমের বাবাও মায়ের চরিত্রে কানাই সাহা ও শিউলি ঘোষ কুসুমকথা নাটকটিকে একটি জায়গায় নিয়ে যেতে পেরেছে বলে উপস্থিত নাট্য পিপাসুরা মনে করেন।তাই কালিয়াগঞ্জের যাত্রিক নাট্য গোষ্ঠীর নবতম প্রযোজনা ” কুসুম কথা” সাফল্যের কাছা কাছি পৌঁছেতে পেরেছে তা নিশ্চিত ভাবেই বলা যেতে পারে।